এমপিওভুক্ত স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের মে মাসের বেতনের চেক হস্তান্তর করা হয়েছে। স্কুল-কলেজের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১০ জুন ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজের মে মাসের এমপিও শিট এমপিও শিট emis.gov.bd ওয়েবসাইট থেক ডাউনলোড করতে বলা হয়েছে।

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

৪ জুন ২০২৪ খ্রি. তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে মে মাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মে মাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ মে মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১০/০৬/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

মে মাসের এমপিও স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/১৫৮৮/০৪ তারিখ : ০৪/০৬/২০২৪।

আরো জানুন:

৬ষ্ঠ-৯ম শ্রেণির ষান্মাসিক মূল্যায়ন রুটিন ২০২৪ (সংশোধিত)

স্কুল-কলেজ মে মাসের এমপিও শিট ২০২৪ : May MPO Sheet 2024

স্কুল-কলেজের প্রকাশিত মে মাসের এমপিও শিট emis.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিষ্ঠান প্রধানদের উক্ত ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

২০২৪ সালের স্কুল-কলেজের বেতন-ভাতা ও এমপিও শিট সম্পর্কে আরো জানতে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ২০২৪ pdf (সরকারি-বেসরকারি)

কলেজ ছুটির তালিকা ২০২৪ pdf ক্যালেন্ডার (সরকারি-বেসরকারি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন