মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা বদলে যাচ্ছে, পাঠ্য বিষয় কমানো সহ বিভাগ থাকছে না। এর সাথে প্রাথমিকের পাঠ্যসূচী ও পরীক্ষা কমানো হচ্ছে।
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে দেশের প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচী ও পরীক্ষা পদ্ধতিতেও আসছে ভিন্নতা।
শিক্ষা মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপু মনি, সম্প্রতি মহান জাতীয় সংসদের এক আলোচনা এসব তথ্য প্রকাশ করেছেন। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন।
মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার যে বিষয়ের পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার কোন বিভাগ থাকবে না। বর্তমানে ৯ম ও ১০ম শ্রেণিতে প্রচলিত বিজ্ঞান, মানবিক ও ব্যবস্যা শিক্ষা বিভাগ উঠিয়ে দেওয়া হবে।
শিক্ষার্থীরা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে গিয়ে বিভাগ নির্বাচন করতে পারবে। সেখানে আগের মত সকল বিভাগ থাকবে। তবে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচীরও ধারাবাহিক পরিবর্তন অব্যাহত থাকবে।
শিক্ষার্থীরা ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত একই বিষয়ে পড়াশোনা করবে। আর মাধ্যমিকে বিষয় কমিয়ে ১০টির মধ্যে আনা হবে। চতুর্থ বিষয় আর থাকছে না। পরীক্ষা পদ্ধতিতেও আসছে পরিবর্তন। শ্রেণি শিক্ষা মূল্যায়নের উপর অধিক গুরুত্ব আরোপের কথা বলা হচ্ছে।
শিক্ষার্থীদের বইয়ের বোঝা কমানো সহ জীবনমুখী শিক্ষা ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে, এই পরিবর্তন বলে জানানো হয়েছে।
আরো পড়ুন: নভেম্বর মাসের এমপিও কমিটির সভা অনুষ্ঠিত
মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ৬ষ্ঠ-১০ম শ্রেণীতে সকলের জন্য পঠিত বিষয়সমূহের মধ্যে যা থাকছে
মাধ্যমিক শ্রেণী সমূহে মোট দশ বিষয়ে পাঠদান করা হবে। এরই মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিষয়গুলোর নাম চিহ্নিত করেছে। বিষয়গুলো হলো-
(১) গণিত ও যুক্তি
(২) ভাষা ও যোগাযোগ
(৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
(৪) বিজ্ঞান ও প্রযুক্তি
(৫) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব
(৬) জীবন ও জীবিকা
(৭) পরিবেশ ও জলবায়ু
(৮) শারীরিক-মানসিক স্বাস্থ্য সুরক্ষা
(৯) শিল্প ও সংস্কৃতি
(১০) মূল্যবোধ ও নৈতিকতা।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থারও পরিবর্তন আনছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
এদিকে দেশের প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন আসছে। তৃতীয় শ্রেণি পর্যন্ত কোন পরীক্ষা থাকছে না। এছাড়া পঞ্চম শ্রেণী শেষে পিএসসি পরীক্ষাও বাতিল করা হচ্ছে।
পাঠ্যসূচিতে আসছে বড় পরিবর্তন। শিক্ষার্থীদের পিঠে বইয়ের বোঝা কমাতে ও শিক্ষাকে আনন্দময় করতেই এই সব পদক্ষেপের কথা ভাবছে মন্ত্রণালয়।
কোন শ্রেণীতে কবে থেকে চালু হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম
নতুন এই শিক্ষাক্রম চালু হবে ২০২০ খ্রিষ্টাব্দ থেকে। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণীর শিক্ষার্থীরা নতুন পাঠ্যসূচীর বই পাবে। আর মাধ্যমিকের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে নতুন পাঠ্যক্রমের বই।
২০২৩ খ্রিষ্টাব্দে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে, আর ২০২৪ খ্রিষ্টাব্দের নতুন বই পাবে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা।
২০২৪ খ্রিষ্টাব্দ থেকে সম্পূর্ণ নতুন পাঠ্যক্রমের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিকের সকল শ্রেণীতে পাঠদান শুরু হবে।
আরো জানুন: এমপিও শিটে ভুল সংশোধন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর