ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১৯ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ থেকে ঢাবির ভর্তি ওয়েবসাইটে সকল ইউনিটের ভর্তির এডমিট কার্ড সংগ্রহ করা যাচ্ছে।
ঢাবির ভর্তি পরীক্ষার এডমিট কার্ড সংগ্রহ করলে সেখান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সিট প্লান (আসন বিন্যাস) দেখা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ২০২৩ (ক খ গ ও চ ইউনিট)
সূচীপত্র...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ১৯ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ সোমবার থেকে ঢাবি ভর্তির সকল ইউনিটের এডমিট কার্ড সংগ্রহ করা যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে, ঢাবি অনার্স প্রথম বর্ষ ভর্তির প্রবেশপত্র প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রবেশপত্র ডাউনলোড শুরু ১৯ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ থেকে। ঢাবি ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে আবেদনকারী শিক্ষার্থীদের এই প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষার ১ ঘন্টা আগেও এই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, এবারে ঢাবির ভর্তি পরীক্ষার মোট ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। বরাবরের মত এবারও দেশের ৮ টি বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন:
ঢাবি স্নাতক ১ম বর্ষ (অনার্স) ভর্তি ২০২৩: DU Admission 2023
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ (NU Honours Admission 2023)
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি ২০২৩ (২২ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)
ঢাবি অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ও সিট প্লান ডাউনলোড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বি সি ইউনিটের প্রবেশপত্র ১৯ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ হতে অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে। ভর্তির এই প্রবেশপত্র সংগ্রহ করা যাবে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোডের সাথে সিট প্লান দেখা যাবে। এখানে ভর্তিচ্ছু শিক্ষার্থীর যে কেন্দ্রে ও রুমে পরীক্ষা দিবে তার তথ্য পাওয়া যাবে।
ঢাবি স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের ঠিকানা:
https://admission.eis.du.ac.bd
উপরের ঠিকানাটি ব্রাউজ করে ঢাবি ভর্তির দাপ্তরিক ওয়েবসাইটে গিয়ে অনার্স ১ম বর্ষ ভর্তির এডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর নিজের তথ্য দিয়ে নিজ ড্যাশবোর্ডে লগইন করতে হবে।
ভর্তি ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী শিক্ষার্থীর তথ্য দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট করতে হবে।
ঢাবির ভর্তি পরীক্ষায় এই এডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং পরীক্ষায় দায়িত্বরত ব্যক্তিদের এই প্রবেশপত্র দেখাতে হবে।
এখানে লক্ষণীয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের (ক, খ, গ ও চ) ভর্তি পরীক্ষা দেশের সব কয়টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।
৬ মে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট পরীক্ষা গ্রহণ করা হবে। ১২ মে বিজ্ঞানের ‘ক’ ইউনিট, ১৩ মে বাণিজ্য অনুষদের ‘গ’ ইউনিট ও ২৯ এপ্রিল চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নিচের ছবি থেকে ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে নিশ্চিত হোন।
ঢাবির ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা হবে।
২০২৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
চবি ভর্তি পরীক্ষা তথ্য ২০২৩: CU Admission 2023
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তথ্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
তথ্যসূত্র: