টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে আর কোন অর্থ আদায় করতে পারবে না বেসরকারী কলেজ। মাউশি অধিদপ্তর এমনই নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠান প্রধানদের।
দেশের বেসরকারী কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে, টিউশন ফি ছাড়া আর কোন অর্থ আদায় করা যাবে না বলে জানিয়েছে মাউশি অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ফি নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
অধিদপ্তর এর মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেন।
কলেজ টিউশন ফি আদায় সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা
টিউশন ফি এর বাইরে পুনঃ ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোন অর্থ আদায় করা যাবে না।
যদি কোন প্রতিষ্ঠান এমন ফি আদায় করে থাকেন, তাহলে তা ফেরত দিতে বা পরবর্তীতে সমন্বয় করতে হবে।
আর কোন অভিভাবক যদি ফি পরিশোধ করতে অপরাগ হন, তাহলে তা অবশ্যই বিবেচনা করতে হবে।
এক্ষেত্রে কোন শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন ব্যাহত না হয়, সেদিকে যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন অধিদপ্তর এর মহাপরিচালক।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাস জনিত কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দিন যাবৎ বন্ধ আছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রতিষ্ঠানের আয় কমে গেছে। এমপিওভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে কর্তৃপক্ষের কষ্ট হচ্ছে।
আবার অভিভাবকদের একটা অংশ আর্থিক অসঙ্গতির কারণে শিক্ষার খরচ যোগাতে পারছেন না।
এমতাবস্থায় সকলকে সদয় হওয়ার আহবান জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক।
পরিস্থিতি স্বাভাবিক হলে, আবারো সকল ধরণের ফি আদায় করা যাবে বলে বিজ্ঞপ্তি জানানো হয়।
এই নির্দেশনা, দেশের এমপিওভুক্ত ও নন-এমপিও- সকল প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া হয়েছে।
তবে অনলাইনে পাঠদান অব্যাহত রেখে শিক্ষা কার্যক্রমকে চালু রাখার কারণে, মহাপরিচালক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
আর পড়ুন: মাধ্যমিক শিক্ষা বদলে যাচ্ছে, পাঠ্য বিষয় কমানো সহ বিভাগ থাকছে না
মাউশি অধিদপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন
এর আগে, সরকারি মাধ্যমিক স্কুলের টিউশন ফি সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেও প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের একই রকম নির্দেশনা দেওয়া হয়।
আরো জানুন: নভেম্বর মাসের এমপিও কমিটির সভা অনুষ্ঠিত
কলেজ টিউশন ফি সংক্রান্ত মূল বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে।