২০২২ সালের গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তির আবেদন ১৭ থাকে ২৭ অক্টোবর পর্যন্ত। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, প্রতি ইউনিটের ফি ৫০০ টাকা।
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানা যাবে।
গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ১৭-২৭ অক্টোবর ২০২২ পর্যন্ত, ফি ৫০০ টাকা
সূচীপত্র...
গুচ্ছভুক্ত ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত ভর্তির আবেদন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এই আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি.. তারিখ পর্যন্ত।
গুচ্ছের বিশ্ববিদ্যালয় সমূহ নিজস্ব মানদণ্ড অনুসারে শিক্ষার্থীর ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয়ভাবে গুচ্ছে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি ওয়েবসাইটে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আলাদাভাবে আবেদন করতে হবে। তবে কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা প্রস্তুত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গুচ্ছের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৩০ নম্বর পাশ ধরে শিক্ষার্থীদের উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
এবারে এ-ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, বি-ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং সি-ইউনিটে ২৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
আরো জানুন:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২১-২০২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনার্স ১ম বর্ষ ভর্তি তথ্য ২০২২
যেভাবে একজন শিক্ষার্থীকে গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে
ইতোমধ্যে গুচ্ছের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর বা তার বেশী প্রাপ্তদের পরীক্ষায় উত্তীর্ণ হিসাবে দেখানে হয়েছে।
তবে গুচ্ছে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা গুচ্ছের ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না। কারণ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা কম।
এমতাবস্থায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবারো প্রাপ্ত নম্বর নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বিতীয়বার অনলাইন আবেদনের মাধ্যমে আবারো ভর্তির যোগ্যতা নির্ধারিত হবে।
গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত তথ্য জানা যাবে।
অনলাইনে গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য পুনরায় আবেদন করতে হবে ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখের মধ্যে।
শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের ইউনিট প্রতি জন্য ৫০০/=টাকা হারে আবেদন ফি পরিশোধ করতে হবে। মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।
গুচ্ছের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন আলাদাভাবে শুরু হয়েছে কিন্তু কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা প্রস্তুত হবে। অনলাইনে মাধ্যমে এসব আবেদন করতে হবে।
২০২২ সালের গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২: আবেদনের যোগ্যতা ও সময়সূচি
মাস্টার্স ভর্তি রেজাল্ট ২০২২ (নিয়মিত): জাতীয় বিশ্ববিদ্যালয়
তথ্যসূত্র-
gstadmission.ac.bd