কারিগরি এমপিও আবেদন: প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

কারিগরি এমপিও আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের তালিকা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

নতুন এমপিওভুক্তি, উচ্চতর স্কেল, টাইম স্কেল, বিএড স্কেল, জ্যেষ্ঠ প্রভাষক স্কেল ও অধ্যক্ষ স্কেল প্রাপ্তিতে এইসব প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হবে।

কারিগরি এমপিও আবেদন করার কাগজপত্রের তালিকা (নতুন এমপিওভুক্তি সহ)

কারিগরি শিক্ষা অধিদপ্তর (কাশিঅ) শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তি ও ইনডেক্সধারীদের উচ্চতর স্কেল, টাইম স্কেল, বিএড স্কেল জ্যেষ্ঠ প্রভাষক স্কেল ও অধ্যক্ষ স্কেল প্রাপ্তিতে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের তালিকা প্রকাশ করেছে।

নতুন ও ইনডেক্সধারীদের এমপিও আবেদন করতে, এইসব কাগজপত্রের প্রয়োজন হবে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

৩১ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে, এমপিওভুক্তির ক্ষেত্র যেসব কাগজপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্টস-এর প্রয়োজন হবে তার তালিকা প্রকাশ করা হয়।

আরো জানুন:

Online MPO Application: শিক্ষক এমপিও আবেদন কোথায় করবেন?

নিচের অনুচ্ছেদে কারিগরি এমপিও আবেদনের (নতুন ও ইনডেক্সধারীদের) প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টের তালিকা প্রদান করা হলো-

উচ্চতর স্কেল, টাইম স্কেল, বিএড স্কেল জ্যেষ্ঠ প্রভাষক স্কেল ও অধ্যক্ষ স্কেল আবেদনে কাগজপত্রের তালিকা

১। প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও জেলা শিক্ষা অফিসার এর অগ্রায়ণ পত্রের মূলকপি (স্মারক, তারিখ ও স্বাক্ষরসহ)।

২। প্রতিষ্ঠান MPO ভূক্তির সরকারী আদেশ (জিও) এর প্রমানক (স্মারক, তারিখ ও স্তর উল্লেখ সহ)।

৩। স্কেল প্রাপ্তির মূল আবেদন ফরম, (ছবিসহ যথাযথ ভাবে পূরণকৃত, পূরণকৃত তথ্যের সাথে সংযুক্ত কাগজপত্রের মিল থাকতে হবে)।

8। পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রমাণক (দুটি মূল পত্রিকা, জাতীয় ও স্থানীয়, NTRCA কর্তৃক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি)।

৫। প্রযোজ্য সকল সদস্যদের সীল স্বাক্ষরসহ নিয়োগ সংক্রান্ত সকল রেজুলেশন। যেমন- শূন্যপদ ঘোষণা ও বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত, নিয়োগ বাছাই কমিটি গঠন ও আবেদন যাচাই-বাছাই সংক্রান্ত, নিয়োগ বাছাই কমিটির সুপারিশ সংক্রান্ত, নিয়োগ পত্র প্রদান ও নিয়োগ অনুমোদন সংক্রান্ত রেজুলেশন।

৬। নিয়োগ বাছাই কমিটি কর্তৃক প্রণীত নিয়োগের মূল টেবুলেশন শীট (নিয়োগ বাছাই কমিটির সকল সদস্যদের সীল স্বাক্ষর সহ),
নিয়োগ ও যোগদান পত্র।

৭। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রাদি ও একাডেমিক নম্বর পত্র, প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন সনদ, প্রশিক্ষণ সনদ ও বিএড
সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

৮। নিয়োগ বাছাই কমিটি অনুমোদন পত্র (বাকাশিবো পত্র) ও ডিজি প্রতিনিধি মনোনয়নের প্রমানক (কাশিঅ কর্তৃক) পত্র।

৯। প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও শিটসহ প্রতি বছরের একটি এমপিও শীট।

১০। আবেদনকারীর প্রথম ও শেষ এমপিও শিটসহ প্রতি বছরের অন্তত একটি এমপিও শীট।

১১। পেশাগত, অভিজ্ঞতা ও চাকুরীর ধারাবাহিকতা সনদ সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ (প্রযোজ্য ক্ষেত্রে) ।

১২। জ্যেষ্ঠতার যথাযথ তালিকা সকল এমপিওভুক্ত শিক্ষকদের নাম, পদবী, যোগদানের তারিখ ও জন্ম তারিখ উল্লেখসহ প্রয়োজনীয় তথ্যাবলী সহ, সভাপতি, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের স্বাক্ষরসহ।

১৩। নিয়োগ প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের তথ্যাবলী/তালিকা (জ্যেষ্ঠতার ভিত্তিতে)।

১৪। উচ্চতর স্কেল/টাইম স্কেল/বিএড স্কেল/জ্যেষ্ঠ প্রভাষক স্কেল/অধ্যক্ষ স্কেলের সুপারিশ সংক্রান্ত রেজুলেশন (হালনাগাদ ম্যানেজিং
কমিটি কর্তৃক)। B. Ed সনদ অর্জন নিয়োগের পর হলে B. Ed করার অনুমতির প্রমাণক (স্ব-বেতনে না বিনা বেতনে)।

১৫। হালনাগাদ ও নিয়োগ কালীন ম্যানেজিং কমিটির মেয়াদ সংক্রান্ত প্রমাণক (ম্যানেজিং কমিটি অনুমোদন পত্র) ৷

১৬। জাতীয় পরিচয় পত্রের (NID) সত্যায়িত কপি (একাডেমিক সনদের সাথে মিল সম্পন্ন, প্রয়োজনে সংশোধিত) এবং
আবেদনকারীর নিবন্ধনকৃত মোবাইল নম্বর।

১৭। ইনডেক্সধারীদের বেলায় সর্বশেষ এমপিও উত্তোলনের ব্যাংক প্রত্যয়ন পত্র/ব্যাংক নন ড্রায়াল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

১৮। বাকাশিবো কর্তৃক স্পেশালাইজেশন/ ট্রেড অনুমোদনের প্রমাণক এবং হালনাগাদ স্পেশালাইজেশন/ ট্রেড নবায়নসহ একাডেমিক স্বীকৃতি নবায়নপত্র।

১৯। বিগত ৩ বছরের কাম্য শিক্ষার্থী ভর্তি ও ফলাফল প্রকাশের প্রমাণক (বাকাশিবো অনলাইন কপি)।

২০। মামলা নেই মর্মে প্রত্যয়ন পত্র (প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং নিয়োগ সংক্রান্ত মামলা নেই মর্মে প্রত্যয়ন, সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ)।

২১। ৩০০ টাকার ষ্টাম্পে অঙ্গীকার নামা (আবেদনের সাথে সংযুক্ত সকল কাগজপত্রাদী সঠিক, কোন ধরণের জাল-জালিয়াতি কিংবা মিথ্যা তথ্য প্রদান করা হয়নি। কোন ধরণের মিথ্যা, ভুয়া, জাল-জালিয়াতি পূর্ণ তথ্য পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করলে কোন আপত্তি থাকবে না এবং প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি দায়ী থাকিবে মর্মে প্রত্যয়ন সহ)।

২২। সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সহ প্রতিষ্ঠানের ধরণ সংক্রান্ত প্রমাণক প্রত্যয়ন (সংযুক্ত না সন, সংযুক্ত হলে কোন স্তরের
সাথে সংযুক্ত)।

২৩। প্রতিষ্ঠানের অবস্থানগত প্রত্যয়ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক)।

ইনডেক্সধারীদের এমপিও আবেদনে সতর্কতা

সংযুক্ত সকল কাগজপত্রাদী(A-Z) প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত থাকতে হবে।

যে কোন ধরণের ভুয়া, অসত্য, জাল-জালিয়াতি পূর্ণ তথ্য কিংবা কাগজপত্রাদী সংযুক্ত করা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকিবে এবং
তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন:

মাদ্রাসা অনলাইন এমপিও আবেদন এর প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

কারিগরি অধিদপ্তরে প্রকাশিত নিচের যুক্ত তালিকা থেকে এর বিস্তারিত জানুন।

কারিগরি এমপিও আবেদন করার কাগজপত্র (ইনডেক্সধারী)

নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন করতে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে

নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধানের এমপিওভুক্তির জন্য নিম্নোক্ত কাগজপত্রের প্রয়োজন হবে।

১। প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও জেলা শিক্ষা অফিসার এর অগ্রায়ণ পত্রের মূলকপি (স্মারক, তারিখ ও স্বাক্ষর সহ)।

২। প্রতিষ্ঠান MPO ভূক্তির সরকারী আদেশ (জিও) এর প্রমানক (স্মারক, তারিখ ও স্তর উল্লেখ সহ)।

৩। MPO তূক্তির মূল আবেদন ফরম (ছবি সহ যথাযথ ভাবে পূরণকৃত, পূরণকৃত তথ্যের সাথে সংযুক্ত কাগজপত্রের মিল থাকতে
হবে)।

8। পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের প্রমাণক (দুটি মূল পত্রিকা, জাতীয় ও স্থানীয় ও NTRCA কর্তৃক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি)।

৫। প্রযোজ্য সকল সদস্যদের সীল স্বাক্ষরসহ নিয়োগ সংক্রান্ত সকল রেজুলেশন (শূন্যপদ ঘোষণা ও বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত, নিয়োগ
বাছাই কমিটি গঠন ও আবেদন যাচাই-বাছাই সংক্রান্ত, নিয়োগ বাছাই কমিটির সুপারিশ সংক্রান্ত, নিয়োগ পত্র প্রদান ও নিয়োগ অনুমোদন সংক্রান্ত)।

৬। নিয়োগ বাছাই কমিটি কর্তৃক প্রণীত নিয়োগের মূল টেবুলেশন শীট ( নিয়োগ বাছাই কমিটির সকল সদস্যদের সীল স্থাক্ষর সহ)
নিয়োগ ও যোগদান পত্র।

৭। NTRCA কর্তৃক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তি সহ নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্রাদী (গণবিজ্ঞপ্তি, ই-রিকুইজিশন, মেধা তালিকা,
নিয়োগ কনফারমেশন পত্র, পদের ধরন (এমপিও/নন-এমপিও))।

৮। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রাদি সহ একাডেমিক নম্বর পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধন সনদ ও প্রশিক্ষণ সনদ (সংশ্লিষ্ট বোর্ড/বিশ্ববিদ্যালয়/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফিকেশন সহ)।

৯। নিয়োগ বাছাই কমিটি ও ডিজি প্রতিনিধি মনোনয়নের প্রমানক (বাকাশিবো ও কাশিঅ কর্তৃক প্রদেয় পত্র)।

১০। প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও শীটের কপি (প্রযোজ্য ক্ষেত্রে), ইনডেক্সধারী শিক্ষক কর্মচারীর ক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠান/ প্রতিষ্ঠান সমূহের সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর প্রথম ও শেষ এমপিও শীট।

১১। সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ প্রতিষ্ঠানের ধরণ সংক্রান্ত প্রমাণক/প্রত্যায়ন (সংযুক্ত না স্বতন্ত্র, সংযুক্ত হলে কোন স্তরের সাথে সংযুক্ত)।

১২। হালনাগাদ ও নিয়োগ কালীন ম্যানেজিং কমিটির মেয়াদ সংক্রান্ত প্রমাণক (ম্যানেজিং কমিটি অনুমোদন পত্র) |

১৩। জাতীয় পরিচয় পত্রের (NID) সত্যায়িত কপি (একাডেমিক সনদের সাথে মিল সম্পন্ন, প্রয়োজনে সংশোধিত) এবং
আবেদনকারীর নিবন্ধনকৃত মোবাইল নম্বর।

১৪। ইনডেক্সধারীদের বেলায় সর্বশেষ এমপিও উত্তোলনের ব্যাংক প্রত্যয়ন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

১৫। ব্যাংক একাউন্ট খোলার প্রত্যয়ন পত্র।

১৬। বাকাশিবো কর্তৃক স্পেশালাইজেশন/ ট্রেড অনুমোদনের প্রমাণক এবং হালনাগাদ স্পেশালাইজেশন/ ট্রেড নবায়নসহ একাডেমিক স্বীকৃতি নবায়নপত্র।

১৭। তথ্য ছক (ফরম-১)ও বিশ কলাম ছক ( ফরম-২ )পূরণ।

১৮। শিক্ষক ও কর্মচারীর নিয়োগের তথ্যাবলী এবং নিয়োগ প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর তথ্যাবলী/তালিকা নোম, পদবী, জন্ম তারিখ,
নিয়োগ-যোগদানের তারিখসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যাবলী উল্লেখসহ)।

১৯। বিগত ৩ বছরের কাম্য শিক্ষার্থী ভর্তি ও ফলাফল প্রকাশের প্রমাণক (বাকাশিবো অনলাইন কপি)।

২৩। মামলা নেই মর্মে প্রত্যয়ন পত্র (প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং নিয়োগ সংক্রান্ত মামলা নেই মর্মে প্রত্যয়ন, সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ)।

২৯। প্রতিষ্ঠানের অবস্থানগত প্রত্যয়ন (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক)।

২২। শিক্ষক নিয়োগে মহিলা কোটা পূরন সংক্রান্ত প্রত্যয়ন (সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের প্রতিসাক্ষরসহ)।

২৩। ৩০০ টাকার ষ্ট্যাম্পে অঙ্গীকার নামা (আবেদনের সাথে সংযুক্ত সকল কাগজপত্রাদী সঠিক, কোন ধরণের জাল-জালিয়াতি কিংবা মিথ্যা তথ্য প্রদান করা হয়নি। কোন ধরণের মিথ্যা, ভুয়া, জাল-জালিয়াতি পূর্ণ তথ্য পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করলে কোন আপত্তি থাকবে না এবং প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি দায়ী থাকিবে মর্মে প্রত্যয়ন সহ)।

২৪। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বিবরণী ছক (ফরম-৯)পূরণ করতে হবে।

২৫। প্রতিষ্ঠানের স্পেশালাইজেশন বিষয় ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যার তালিকা (ফরম-১০) পূরণ করতে হবে। (বাকাশিবো
রেজিস্ট্রেশনের প্রমাণক)।

কারিগরি এমপিও আবেদন: নতুন এমপিওভুক্তি আবেদনে সতর্কতা

সংযুক্ত সকল কাগজপন্রাদী (A-Z) প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত থাকতে হবে।

যে কোন ধরণের ভুয়া, অসত্য, জাল-জালিয়াতিপূর্ণ তথ্য কিংবা কাগজপত্রাদী সংযুক্ত করা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকিবে এবং
তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিচের যুক্ত তালিকা থেকে এর বিস্তারিত জানুন

নতুন কারিগরি এমপিও আবেদন এর কাগজপত্র

নতুন ও ইনডেক্সধারীদের কারিগরি এমপিও আবেদন করতে উপরোক্ত কাগজপত্রের প্রয়োজন হবে। এবিষযে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন: Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

তথ্য সূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

“কারিগরি এমপিও আবেদন: প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা”-এ 2-টি মন্তব্য

  1. আমার এমপিওভুক্তির আবেদন ফরম নতুন(মাদ্রাসা,সহকারি শিক্ষক) ভুল হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার রিজেক্ট করেছেন। এরপর এডিট অপশনে গিয়ে এডিট করতে নিলে টাইম আপ দেখাচ্ছে আর আগামী মাসের ১-৫ তাং দেখাচ্ছে। যদি এ মাসে আর এমপিওভুক্তির আবেদন করতে না পারি তাহলে কি আগামী মাসে আবেদন করলে ফেব্রুয়ারির এরিয়া পাব কিনা? অগ্রিম ধন্যবাদ।

    জবাব

মন্তব্য করুন