এপ্রিল এমপিও ২০২২: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের চেক ছাড়ের আপডেট খবর জানুন।
এপ্রিল এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়ের খবর
সূচীপত্র...
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ছাড়ের প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর।
২৫ এপ্রিল, স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
২৭ এপ্রিলে, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
৯ মে কারিগরি শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।
তবে এপ্রিলের বেতন-ভাতা ঈদের আগে ছাড় করা হলেও, শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা ঈদের আগে তুলতে পারবেন না। ঈদের ছুটিজনিত কারণে, ঈদের পর এসব প্রতিষ্ঠানের এপ্রিলের বেতন ব্যাংক থেকে তুলতে পারবেন।
আরো জানুন:
এসএসসি পরীক্ষার রুটিন ২০২২ (SSC Routine PDF Download 2022)
মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (Dakhil Routine PDF 2022)
স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতনের চেক হস্তান্তর
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাঃ প্রশাঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, এপ্রিলের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৫ এপ্রিল ২০২২ খ্রি. তারিখে, এপ্রিল মাসের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন ৫ মে থেকে ১০ মে ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
স্কুল-কলেজের এপিল মাসের চেক ছাড়ের মাউশি নোটিশ দেখুন।
School-College April MPO Sheet 2022: স্কুল-কলেজ এপ্রিল এমপিও শিট ২০২২
নিচের লিংক থেকে স্কুল-কলেজের এপ্রিল মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/10pzwtKUZDdDY6odkwmJSaYSBOE4Bu7K_?usp=sharing
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনের চেক হস্তান্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধিন এমপিওভুক্ত মাদ্রাসার এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
২৭ এপ্রিল মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে এপ্রিল মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীগণ এপ্রিল মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১০/০৫/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের বিজ্ঞপ্তিতে স্মারক নং উল্লেখ আছে। আর নিচের অনুচ্ছেদে এমপিএ শিট সংগ্রহের লিংক দেওয়া হলো।
মাদ্রাসা এপ্রিল এমপিও শিট ২০২২: Madrasah April MPO Sheet 2022
নিচের লিংক থেকে মাদ্রাসার এপ্রিল মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
https://drive.google.com/drive/folders/1vHTduGNy6pOue7ZDKZcrIbZoMeISM83Q?usp=sharing
কারিগরি প্রতিষ্ঠানের এপ্রিল মাসের চেক হস্তান্তর
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।
৯ মে তারিখে কারিগরির এপ্রিল মাসের বেতনের চেক ব্যাংকে হস্তান্তর করার বিজ্ঞপ্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কারিগরির এপ্রিল মাসের বেতন-ভাতা উত্তোলন করা যাবে ১২/০৫/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের বিজ্ঞপ্তি থেকে এপ্রিলের বেতনের স্মারক নং দেখা যাবে। নিচের অনুচ্ছেদ থেকে এপ্রিলের এমপিও শিট সংগ্রহ করা যাবে।
নিচের লিংক থেকে কারিগরির এপ্রিল মাসের এমপিও শিট সংগ্রহ করুন।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/6729_File_April_2021.html
২০২২ সালের এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এপ্রিল মাসের এমপিও ও বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট খবর পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষাপঞ্জি
২০২২ সালের কলেজ ছুটির তালিকা (সরকারি-বেসরকারি কলেজ)
মাদ্রাসার ছুটির তালিকা ২০২২ (সরকারি ও বেসরকারি মাদ্রাসা)
তথ্যসূত্র: