কলেজ মাদ্রাসার একাদশ শ্রেণির ২য় ধাপের আবেদনের ভর্তি রেজাল্ট ও ১ম মাইগ্রেশন ফলাফল ৪ জুলাই সন্ধার সময় প্রকাশ করা হবে।
মোবাইল এসএমএস ও অনলাইনে ভর্তির ওয়েবসাইট xiclassadmission.gov.bd থেকে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন।
একাদশ শ্রেণির ২য় ধাপের ভর্তি রেজাল্ট ও ১ম মাইগ্রেশন ফলাফল ২০২৪
সূচীপত্র...
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কলেজ মাদ্রাসার একাদশ শ্রেণির ২য় দফার ভর্তি রেজাল্ট ও ১ম মাইগ্রেশন ফলাফল ৪ জুলাই প্রকাশ করা হবে। ভর্তির দাপ্তরিক ওয়েবসাইটের এক নোটিশে, একাদশের ভর্তি রেজাল্ট প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য যে, একাদশের ২য় দফার ভর্তি রেজাল্টের সাথে ১ম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের মাইগ্রেশন ফলাফল একই সাথে প্রকাশ করা হবে।
২য় দফার ভর্তি রেজাল্ট ও ১ম মাইগ্রেশন ফলাফল অনলাইনে ভর্তি ওয়েবসাইট (http://xiclassadmission.gov.bd) থেকে জানা যাবে। এছাড়া মোবাইল এসএমএস করে ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি তথ্য জানিয়ে দিবে শিক্ষা বোর্ড।
নিচের অনুচ্ছেদে একাদশের ২য় দফার ভর্তি রেজাল্ট ও ১ম মাইগ্রেশন ফলাফল দেখার নিয়ম বর্ণনা করা হয়েছে।
আরো জানুন:
একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট দেখার নিয়ম (২য় মেধাতালিকা ফলাফল)
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ও রেজাল্ট প্রকাশের তারিখ ২০২৪
একাদশের ২য় দফার ভর্তি রেজাল্ট ও মাইগ্রেশন ফলাফল দেখার নিয়ম
২০২৪ সালের একাদশ শ্রেণির ভর্তি রেজাল্ট দুই উপায়ে জানা যাবে। এক. মোবাইল এসএমএস-এর মাধ্যমে। দুই. অনলাইনে ভর্তির দাপ্তরিক ওয়েবসাইট থেকে।
মোবাইল এসএমএস এর মাধ্যমে ২য় দফার ভর্তি রেজাল্ট ও ১ম মাইগ্রেশন ফলাফল পেতে, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখুন। ভর্তি ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি রেজাল্টের মেসেজ দেওয়া হবে।
অনলাইনে ভর্তি ফলাফল দেখতে, একাদশের ভর্তি ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। নিচের ঠিকানায় গিয়ে ভর্তিচ্ছু আবেদনকারীর এডু আইডি ও পাসওয়ার্ডের তথ্য দিয়ে রেজাল্ট দেখা যাবে।
https://xiclassadmission.gov.bd/login-new
উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবার পেস্ট করে ব্রাউজ করুন। শিক্ষার্থীর নিজ প্রোফাইলে প্রবেশ করে ভর্তি ফল ও মাইগ্রেশন হয়ে থাকলে দেখা যাবে।
২য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০৫/০৭/২০২৪ তারিখ হতে ০৮/০৭/২০২৪ তারিখ রাত ৮ টার মধ্যে নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন ফি ৩৩৫/= টাকা।
মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিশ্চায়ন ফি দেওয়ার প্রয়োজন নাই। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৫/০৭/২০২৪ হতে ২৫/০৭/২০২৪ পর্যন্ত।
২০২৪ সালের একাদশ শ্রেণির ২য় দফার ভর্তি রেজাল্ট ও ১ম মাইগ্রেশন ফলাফল দেখতে সমস্য হলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
একাদশ শ্রেণির কলেজ ভর্তির ১ম অটো মাইগ্রেশন রেজাল্ট দেখার নিয়ম
একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি ২০২৪
তথ্যসূত্র-