একাদশ শ্রেণির ভর্তির আবেদন করার সময়কার মোবাইল মেসেজের সিকিউরিটি কোড হারিয়ে গেলে পুনরুদ্ধার করা যাবে। এছাড়া আবেদনের সময় দেওয়া ভুল মোবাইল নম্বর অনলাইনে পরিবর্তন করা যাবে।
খুব সহজে আবেদনকারী শিক্ষার্থীর কিছু তথ্য দিয়ে, সিকিউরিটি কোড উদ্ধার ও মোবাইল নাম্বার চেঞ্জ করার নিয়ম জানুন।
উল্লেখ্য, ২০২৪ সালের একাদশ শ্রেণির ভর্তি আবেদন ২৬ মে তারিখ থেকে শুরু হবে। ১ম পর্যায়ের আবেদন চলবে ১১ জুন তারিখ পর্যন্ত।
একাদশ শ্রেণির ভর্তির সিকিউরিটি কোড পুনরুদ্ধার ও মোবাইল নম্বর পরিবর্তন করার নিয়ম
একাদশ শ্রেণির ভর্তির আবেদন করা আগে আবেদন ফি পরিশোধ করতে হয়। ফি পরিশোধের সময় মোবাইল ফোনে সিকিউরিটি কোড আসে। যে কোন অনলাইনে ভর্তির আবেদন করার সময় প্রয়োজন হয়।
কিন্তু অনেক সময় মোবাইল মেসেজ অপশন থেকে সিকিউরিটি কোড হারিয়ে যেতে পারে বা ডিলেট হয়ে যেতে পারে। মোবাইলের সিকিউরিটি কোড পুনরুদ্ধার করা যায় একাদশের ভর্তির ওয়েবসাইট থেকে। পরীক্ষার্থীর কিছু তথ্য দিয়ে পুনরায় সিকিউরিটি কোন উদ্ধার করা যায়।
আবার আবেদনের ফি পরিশোধের সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হয়। যে নম্বরে সিকিউরিটি কোড আসে। কিন্তু ফি পরিশোধের সময় ভুল মোবাইল নাম্বার দিলে, সমস্যায় পড়তে হয়। কারণ সঠিক মোবাইল নম্বর না হলে, সিকিউরিটি কোড পাওয়া যায় না।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে একাদশ ভর্তির ওয়েবসাইটে, সিকিউরিটি কোড উদ্ধার ও মোবাইল নম্বর পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
নিচের অনুচ্ছেদের কিভাবে সিকিউরিটি কোড উদ্ধার ও মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে, তার সচিত্র নিয়ম বর্ণনা করা হয়েছে।
আরো জানুন:
একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: আবেদন ২৬ মে-১১ জুন
এইচএসসি-আলিম ভর্তি রেজাল্ট ২০২৪: কলেজ নিশ্চায়নের তারিখ
একাদশের সিকিউরিটি কোড পুনরুদ্ধার ও মোবাইল নম্বর পরিবর্তন করার নিয়ম
একাদশের ভর্তি আবেদনের সিকিউরিটি কোড পুনরুদ্ধার করতে চাইলে, ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটের নিচের ঠিকানায় যেতে হবে।
উপরের ঠিকানায় ক্লিক করলে নিচের ছবির মত Security Code Recovery for Applicants নামের একটি ফরম ওপেন হবে।এই ফরমে শিক্ষার্থীর প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে ফরমটি সাবমিট করলে সিকিউরিটি কোড পাওয়া যাবে।
সিকিউরিটি পুনরুদ্ধার ফরমে যেসব তথ্যের প্রয়োজন হবে- এসএসসি সমমান পরীক্ষার তথ্য, মায়ের নাম, আবেদনের সময়কার মোবাইল নম্বর ও ট্রানজেকশন নম্বর।
আর আবেদনের সময় দেওয়া ভুল মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য ভর্তির ওয়েবসাইটের নিচের ঠিকানায় যেতে হবে।
উপরের ঠিকানাতে ক্লিক করলে নিচের ছবির মত Wrong Contact Number Change for Applicants নামের একটি ফরম আসবে। এখানে আবেদনকারীর কিছু তথ্য দিয়ে ফরমটি সাবমিট করলে মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে।
মোবাইল নম্বর পরিবর্তনের ফরমে এসএসসি সমমানের পরীক্ষার তথ্য, মায়ের নাম, সঠিক মোবাইল নম্বর দিয়ে ফরমটি সাবমিট করতে হবে। এতে করে ভুল নম্বর পরিবর্তন হয়ে নতুন দেওয়া মোবাইল নম্বরটি আবেদনে যুক্ত হবে।
উল্লেখ্য, ফরমের Verification Code লেখা সংখ্যাটি পাশের টেক্স বক্সে লিখতে হবে। সঠিক সংখ্যাটি লিখতে না পারলে এরর আসবে।
২০২৪ সালের একাদশ ভর্তির সিকিউরিটি কোড পুনরুদ্ধার ও মোবাইল নম্বর পরিবর্তন করতে সমস্যা হলে লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করার নিয়ম (ফি ও অনলাইন আবেদন)
একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি ২০২৪ (সরকারি, এমপিও, নন-এমপিও)
তথ্যসূত্র-
XI Class Admission System.
এই সার্বার টাতো পাওয়া যাচ্ছে না, কোন সার্বারে গেলে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারো
vaiya ami ssc 24, online apply korar smy 1st a jei nmbr diye account korte hoy sekhane vul nmbr diye felsi, ekhn ami change korbo kivabe… ektu bujhiye dile onek help hoito vaiya plz
এই সার্বার টাতো কাজ করে, অন্য কোন সার্বারে গেলে কি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবে।
মোবাইল নম্বর তো পরিবর্তন করা যাচ্ছে না।
মোবাইল নাম্বার পরিবর্তন