স্কুল-মাদ্রাসায় অভিভাবক শিক্ষক সমিতি (PTA) গঠন করার নিয়ম

মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসায় অভিভাবক শিক্ষক সমিতি (PTA) গঠন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

৩০ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে মাধ্যমিকে পিটিএ কমিটি গঠন করতে হবে। মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার কমিটি গঠনের নিয়ম জানুন।

স্কুল-মাদ্রাসায় অভিভাবক শিক্ষক সমিতি (PTA) কমিটি গঠন করার নিয়ম

সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক শিক্ষক সমিতি (PTA) গঠন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৩০ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখের মধ্যে এই কমিটি গঠন করতে হবে।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের প্রস্তাবিত অভিভাবক শিক্ষক সমিতি (PTA) নীতিমালা ২০২৩, ইতোমধ্যে মন্ত্রনালয়ের অনুমোদিত হয়েছে।

নীতিমালা অনুযায়ী দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক শিক্ষক সমিতি (PTA) গঠনের করতে হবে। মাধ্যমিক পর্যায়ের স্কুল, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসায় এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা প্রতিষ্ঠানে পিটিএ কমিটি গঠনে লক্ষ্য ও উদ্দেশ্য

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সহায়তার জন্য এই কমিটি গঠন করা হচ্ছে। নিম্নে কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানুন।

শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য বিদ্যালয়ে, বাড়িতে ও সমাজের সর্বস্তরের কাজ করা।

শিক্ষাক্রম রূপরেখা-২০২৩ বাস্তবায়নে ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া এবং শিক্ষাক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানে উদ্বুদ্ধ করা।

সন্তানদের বিদ্যালয়ে প্রেরণ ও শিক্ষা কার্যক্রমে পিতা-মাতা/অভিভাবকদের যুক্ত করা।

বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের পিতা-মাতা/অভিভাবকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা।

বিদ্যালয়ের উন্নয়নে স্থানীয় পর্যায়ে সম্পদ সংগ্রহ ও তার ব্যবহার।

সামাজিক নিরীক্ষা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠান পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা।

উপজেলা/থানার শিক্ষা মেলায় অংশগ্রহণ ও মেলা আয়োজনে সহযোগিতা প্রদান করা।

সরকারি অনুদান, পুরস্কার বিতরণ ও নানা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা প্রদান করা ।

পিটিএ-এর সাধারণ সদস্য ও সাধারণ সভা

কোনও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অভিভাবক এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক পিটিএ-এর সাধারণ সদস্য হিসেবে গণ্য হবেন।

প্রতিবছর দুই বার পিটিএ-এর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বছরের প্রারম্ভে একটি এবং মধ্যবর্তী সময়ে আরেকটি সভা অনুষ্ঠিত হবে;

এসব সভা অভিভাবক সমাবেশ হিসেবে চিহ্নিত হবে। প্রতিটি অভিভাবক সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পিটিএ এবং স্কুল/মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির যৌথ দায়িত্ব পালন বিষয়ক অগ্রগতি তুলে ধরবেন।

অভিভাবক সমাবেশে পিটিএ-এর বিগত সময়ের কাজের অগ্রগতি ও আর্থিক বিষয়াদি আলোচনা করা হবে।

অভিভাবক শিক্ষক সমিতি (PTA) কমিটি গঠনের নিয়ম

স্কুল-মাদ্রাসার পিটিএ কমিটির সদস্য নির্বাচনের জন্য নির্ধারিত পদ্ধতি নীতিমালায় উল্লেখ করা আছে। নিচের অনুচ্ছেদে যুক্ত পিটিএ নীতিমালার অংশ বিশেষ পড়ুন।

অভিভাবক শিক্ষক সমিতি (PTA) কমিটি গঠনের নিয়ম

শিক্ষা প্রতিষ্ঠানে পিটিএ কমিটি গঠন করার নিয়ম

পিটিএ-এর সদস্য নির্বাচন পদ্ধতি

লক্ষ্য করুন: সম্পূর্ণ পিটিএ নীতিমালা ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন

স্কুল ও মাদ্রাসার অভিভাবক শিক্ষক সমিতি (PTA) কমিটি গঠন করতে সমস্যা হলে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

নৈপূণ্য অ্যাপে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন করার নিয়ম

এইচএসসি পরীক্ষা ২০২৫: সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন

আলিম পরীক্ষার শর্ট সিলেবাস ২০২৫ ( Alim Short Syllabus 2024)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন