অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৪ (সংশোধিত সময়সূচী)

২০২২ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচী বাতিল করে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু ১১ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে।

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সংশোধিত রুটিন: পরীক্ষা ১১ জানুয়ারি ২০২৪ তারিখে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের, ২০২২ সালের অনার্স ২য় বর্ষের পরীক্ষার সময়সূচী সম্বলিত সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে।

১১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে (https://www.nu.ac.bd), অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত পরীক্ষা রুটিনের পিডিএফ কপি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে রুটিনের কপি সংযুক্ত করা হয়েছে।

২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার শুরু হয়েছে ১১/০১/২০২৪ খ্রি. তারিখ হতে। সংশোধিত পরীক্ষার রুটিন অনুসারে, তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ০৬/০২/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে পরীক্ষার এই সময়সূচী পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয়েছে।

২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন সময়সূচী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা আগামী ১১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। (পরীক্ষা কোড: ২২০২)।

পরীক্ষার দিন-তারিখে পরীক্ষা আরম্ভের সময় দুপুর ১২:৩০ মিনিট। পরীক্ষার সময়কাল হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পর্যন্ত।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথা সময়ে জানানো হবে।

সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে স্ব-স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে।

অনার্স ২য় বর্ষের পরীক্ষার সংশোধিত রুটিন ২০২৪

২০২২ সালের অনার্স ২য় বর্ষের সংশোধিত রুটিন নিয়ে কোন প্রশ্ন থাকলে লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩ (সংশোধিত)

পরীক্ষা স্থগিতের ফেক নোটিশ থেকে সাবধান: জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন ২০২৩ (NU Honours Routine 2023)

তথ্যসূত্র-

জাতীয় বিশ্ববিদ্যালয়

মন্তব্য করুন