খুলনা বিশ্ববিদ্যালয় A-ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের খুলনা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের A-ইউনিট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩০ অক্টোবর তারিখে খুবির ভর্তি বিজ্ঞপ্তি করা করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তিতে অনলাইনে ভর্তি আবেদন, পরীক্ষা ও রেজাল্ট প্রকাশের তারিখ প্রকাশ করা হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন প্রকাশ করা হয়েছে।

বিঃদ্রঃ- নিচের অনুচ্ছেদে এ-ইউনিটের ভর্তি পরীক্ষার পুরো বিজ্ঞপ্তি যুক্ত করা আছে। আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

A-ইউনিট ভর্তি আবদেন, পরীক্ষা ও রেজাল্ট প্রকাশের তারিখ

অনলাইনে আবেদন শুরু হবে ০৭/১১/২০২৫ তারিখে। আবেদন গ্রহণ শেষ হবে ২৭/১১/২০২৫ রাত ১১.৫৯ পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯/১২/২০২৫ তারিখে। এ-ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় অনুষ্ঠিত হবে। ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ৩০/১২/২০২৫ তারিখে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে ০১/০১/২০২৬ খ্রি. থেকে ০৩/০১/২০২৬ তারিখ পর্যন্ত।

ভর্তির চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে ০৮/০১/২০২৬ তারিখে। মেধা তালিকা থেকে ভর্তি ১২/০১/২০২৬ থেকে ১৩/০১/২০২৬ পর্যন্ত।

ভর্তি আবেদনের ঠিকানা: https://ku.ac.bd/

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

২০২২ অথবা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

প্রার্থীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।

ইংরেজি মিডিয়াম শিক্ষার্থীদের ক্ষেত্রে GCE O-Level এবং A-Level এ উত্তীর্ণ প্রার্থীদের O-Level পরীক্ষায় পাঁচটি বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে পাশ করতে হবে এবং A-Level পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রতিটিতে কমপক্ষে B গ্রেড পেয়ে
পাশ করতে হবে।

খুবি এ-ইউনিট ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন

খুলনা বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থ, রসায়ণ, ইংরেজী ও আইসিটি বিষয় থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এমসিকিউ ও লিখিত এই দুই ধরণের প্রশ্ন থাকবে। মোট ১০০ নম্বরের প্রশ্নপত্রে মোট সময় থাকবে ১ঘন্টা ৩০ মিনিট।

শুধুমাত্র স্থাপত্য ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত ৫০ নম্বরের মুক্তহস্তে অংকন বিষয়ে পরীক্ষা দিতে হবে।

স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য যারা আবেদন ফি প্রদান করবেন তাদেরকে পরীক্ষার ১ম অংশ (MCQ), ২য় অংশ (লিখিত) ও ৩য় অংশ (মুক্তহস্তে অংকন) সকল পরীক্ষা দিতে হবে।

গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ICT ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে এইচএসসি/সমমানের পাঠ্যক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

MCQ এ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

Non Programmable Calculator ব্যবহার করা যাবে।

মেধাক্রম প্রস্তুত পদ্ধতি

MCQ এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

স্থাপত্য ডিসিপ্লিনের ক্ষেত্রে মেধাক্রম MCQ, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং মুক্তহস্তে অংকন-এ প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

সমান মোট নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বরের অগ্রাধিকারের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে (বিষয়ক্রম: গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন)।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের যোগ্যতা

A-ইউনিট ভর্তি আবদেন, পরীক্ষা ও রেজাল্ট প্রকাশের তারিখ

খুবি ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন

আরো দেখুন:

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ (সবল ইউনিট)

বুয়েট ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ ২০২৫-২০২৬

মন্তব্য করুন