এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। নিয়োগ বিজ্ঞপ্তিতে, অনলাইন আবেদন, পরীক্ষার সিলেবাস ও নিয়োগ সুপারিশের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত হয়েছে।
এনটিআরসিএ এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৬
এমপিওভুক্ত বেসরকারী শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এনটিআরসিএ কর্তৃপক্ষ ৮ম এনটিআরসিএ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা–২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে, এনটিআরসিএ কর্তৃপক্ষের ওয়েবসাইটে, এমপিও প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লক্ষ্যে পরীক্ষার আবেদন আহবান করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত তিন অধিদপ্তরের অধিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি প্রধান পদে আবেদনের যোগ্যতা
এনটিআরসিএ প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন।
এমপিও প্রতিষ্ঠান প্রধান নিবন্ধন পরীক্ষার অনলাইন আবেদনের তারিখ
এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, নিবন্ধন পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এনটিআরসিএ ওয়েবসাইটে অনলাইন আবেদন করার নিয়ম
এমপিও প্রতিষ্ঠান প্রধান হতে আগ্রহী প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটক ওয়েবসাইটে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর ভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
অধিদপ্তর ভেদে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা থেকে প্রশ্ন আসবে।
এনটিআরসিএ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার নম্বর বন্টন
এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তির তথ্য মতে, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বর। সময় থাকবে ১ ঘণ্টা। শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারিত রয়েছে।
এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি ধাপে পাশ নম্বর ৪০ শতাংশ।
অনলাইনে যেভাবে নিয়োগ পাবেন এমপিও প্রতিষ্ঠান প্রধান
অনলাইনে স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগ করা হবে। এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে।
এ প্রক্রিয়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।
আরো দেখুন:

