ফাজিল (পাস) পরীক্ষার রেজাল্ট ২০২৪ এর ফলাফল প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। তিন বছর মেয়াদী ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষায় পাসের হার ৯৩দশমিক ৬৩ শতাংশ। পরীক্ষার্থীরা www.result.iau.edu.bd ওয়েবসাইট থেকে ফাজিল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
২০২৪ সালের ফাজিল (পাস) রেজাল্ট প্রকাশ, পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
২০২৪ সালের ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত তিন বছর মেয়াদী ফাজিল (পাস) পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
২৯ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, ফাজিল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ফলাফলের কপি ভাইস-চ্যান্সেলর এর কাছে হস্তান্তর করেন।
অনলাইনে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইট www.result.iau.edu.bd অথবা www.iau.edu.bd থেকে ফলাফল জানতে পারবেন।
উল্লেখ্য, ফাজিলের তিল বর্ষ মিলিয়ে মোট এক লাখ ১৯ হাজার ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ১১ হাজার ৯৯৪ জন। বর্ষ ভিত্তিক পাসের হার নিম্নরূপ: ১ম বর্ষ ৮৮.৮৪ শতাংশ, ২য় বর্ষ ৯৬.৪২ শতাংশ, ৩য় বর্ষ ৯৭.৭১ শতাংশ।
ফাজিল (পাস) পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রকাশিত, ২০২৪ সালের ফাজিল স্নাতক পরীক্ষার ফলাফল দেখতে, ব্রাউজারের অ্যাড্রেসবারে http://result.iau.edu.bd ঠিকানাটি লিখে রেজাল্ট সার্চ পেজে যান।
নিচের ছবির মত রেজাল্ট সার্চ পাতা ওপেন হবে।

এখানে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল দেখার পাশাপাশি, গোটা প্রতিষ্ঠানের ফলাফলও এখান থেকে পাওয়া যাবে।
উপরোক্ত রেজাল্ট সার্চ পাতায় Class, Examination Year, Registration No, Captcha ইত্যাদি তথ্য সিলেক্ট করে ও লিখে, সবশেষে Result বাটনে ক্লিক করলে, কয়েক সেকেন্ডের মধ্যেই রেজাল্ট পাওয়া যাবে।
২০২৬ সালের ২৯ জানুয়ারি প্রকাশিত, ফাজিল স্নাতক পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে লিখে জানান।
আরো দেখুন:

