এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ করবে এনটিআরসিএ। এই প্রজ্ঞাপনের আলোকে প্রতিষ্ঠান প্রধানরা নিয়োগ পাবেন।
এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রজ্ঞাপন ২০২৬
শিক্ষা মন্ত্রনালয় এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে।
২৭ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে, এমপিও প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সহ নিয়োগের সকল তথ্য প্রকাশ করা হয়েছে।
এখন থেকে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে, নিয়োগ সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগ করবে এনটিআরসিএ
স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ সুপারিশ করবে এনটিআরসিএ।
এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে শূন্য পদের চাহিদা পাঠানো প্রক্রিয়া
এনটিআরসিএ কর্তৃপক্ষের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের তিন অধিদপ্তর শূন্যপদের চাহিদা পাঠাবে। তিন অধিদপ্তর হলো- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
প্রতি বছর অন্তত একবার বা সরকার নির্ধারিত সময়ে শূন্য পদের চাহিদা এনটিআরসিএর কাছে পাঠাবে। সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এই চাহিদা পাঠাতে হবে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে
এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ সুপারিশের জন্য, প্রার্থীদের লিখিত/বাছাই ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় ৮০ নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদে ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ন্যূনতম ৪০ শতাংশ।
লিখিত পরীক্ষায় পদভিত্তিক শূন্য পদের সর্বোচ্চ তিন গুণ প্রার্থী উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে। পরে লিখিত, শিক্ষাগত যোগ্যতা এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শূন্য পদের বিপরীতে ১:১ অনুপাতে তালিকা প্রকাশ করা হবে।
২০২৬ সালের এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের প্রজ্ঞাপন PDF
২০২৬ সালের ২৭ জানুয়ারি প্রকাশিত এমপিও প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ে ওয়েবসাইটে প্রকাশিত পিডিএফ কপির রুপান্তরিত ইমেজ কপি নিচের অনুচ্ছেদে যুক্ত করা হয়েছে। প্রয়োজনে নিজের কাছে সংরক্ষণ করুন।



আরো দেখুন:

