একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন কবে, যা জানা যাচ্ছে

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শীঘ্রই শুরু করা হবে বলে জানা যাচ্ছে। গতবারের মত এবারও এসএসসি দাখিল সমমান পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে আবেদন গ্রহণ করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

বোর্ড কর্মকর্তাদের সূত্রে জানা যাচ্ছে, ৩০ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিক আবেদনের জন্য শিক্ষার্থী ১৫ থেকে ২০ দিনের মতো সময় পাবেন।

সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যে কলেজে ভর্তির আবেদন শুরু হবে। বোর্ড থেকে শীঘ্রই একাদশ শ্রেণির বর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বরাবরের মত এবা্রও এসএসসি সমমানের ফল ও নম্বরের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে। অনলাইনে ভর্তি প্রক্রিয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আবেদনের সময় শিক্ষার্থীরা যেসব কলেজের নির্বাচিত করবে, সেসব কলেজের মধ্য থেকে একটিতে ভর্তির জন্য নির্বাচিত করা হবে। ভর্তি আবেদন গ্রহণ ও ভর্তির ফলাফল কয়েক ধাপে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এসএসসি, দাখিল ও সমমানের বোর্ড চ্যালেঞ্জ আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে। আবেদন গ্রহণ চলবে ১৭ জুলাই পর্যন্ত। বোর্ড চ্যালেঞ্জ আবেদনের ফলাফল ১ম দফার আবেদনের ফলাফলের আগে প্রকাশ করা হবে।

আরো দেখুন:

এসএসসি-দাখিল ফল পুনঃনিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

মন্তব্য করুন