২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা প্রকাশ করা হয়েছে। এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫.০০ থাকতে হবে। এছাড়া উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয়গুলো পঠিত বিষয় হিসাবে থাকতে হবে।
২৭ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্নাতক শ্রেণির ভর্তি আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা (যারা ভর্তির আবেদন করতে পারবে)
ভর্তি বিজ্ঞপ্তি তথ্য মতে, ২০২২, ২০২৩ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি জন্য আবেদন করতে পারবেন।
ইংরেজী মাধ্যমে জন্য, ২০২১ সালের নভেম্বর বা তার পরে GCE “O” লেভেল এবং ২০২৪ সালের নভেম্বর অথবা তার পরে GCE “A” লেভেল পরীক্ষার ফলাফল প্রাপ্ত হয়েছেন তারাও ভর্তি জন্য আবেদন করতে পারবেন।
এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার জিপিএ
এসএসসি, দাখিল সমমান পরীক্ষায় ৪.০০ পেয়ে পরীক্ষায় পাশ ও এইচএসসি আলিম সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ থাকতে হবে। এছাড়া এইচএসসি সমমানের পদার্থ, রসায়ণ ও উচ্চতর গণিত পরীক্ষায় প্রতিটি বিষয়ে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে।
বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড/ নম্বর পেয়ে পাশ করতে হবে।
বুয়েট ভর্তিতে নির্ধারিত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন নিচের ভর্তি বিজ্ঞপ্তি থেকে।

উল্লেখ্য, বুয়েট ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর। ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।
আরো দেখুন:
