২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তি আবেদন শুরু ১৬ নভেম্বর। ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
২৭ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদন, নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচী নির্ধারণ করা হয়েছে।
বুয়েট ভর্তি আবেদন, যোগ্য প্রার্থীদের তালিকা ও পরীক্ষার তারিখ
বুয়েট স্নাতক শ্রেণির ভর্তির অনলাইন আবেদন ১৬ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল ১০:০০টার সময় শুরু হবে। ভর্তি আবেদন করা যিবে ২ ডিসেম্বর বাকাল ৩:০০টা পর্যন্ত। অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে ভর্তি ফি প্রদান করা যাবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের পর ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর তারিখে। বুয়েট ভর্তি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখ শনিবার। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক ও খ-গ্রুপের (উচ্চতর গণিত, পদার্থ ও রসায়ণ) লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। একই দিনে খ- গ্রুপের (মুক্তহস্ত অংক ও দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি) পরীক্ষা বিকাল ২:৩০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি রেজাল্ট প্রকাশ করা হতে পারে ৭ ফেব্রুয়ারি তারিখে। ভর্তির বিস্তারিত তথ্য বুয়েট ওয়েবসাইটে (https://www.buet.ac.bd) পাওয়া যাবে।
নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি থেকে বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ সহ অন্যান্য বিষয়ের তথ্য জানুন।

বুয়েট ভর্তির আবেদন ফি
ক-গ্রুপের ভর্তি আবেদনের জন্য ১৩০০/= টাকা ও খ-গ্রুপের জন্য ১৫০০/= টাকা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে।
আরো দেখুন:
বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যে যোগ্যতার প্রয়োজন হবে
