২০২৫ সালের এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু ১১ জুলাই থেকে। আবেদনের শেষ সময় ১৭ জুলাই। আবেদন ফি প্রতিপত্র ১৫০/= টাকা।
২০২৫ সালের এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল (উত্তরপত্র) পুনঃনিরীক্ষণ আবেদন
২০২৫ সালের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশ করা হয়েছে। কোন পরীক্ষার্থী কোন বিষয় বা প্রত্রের ফলে খুশী হতে না পারলে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।
মোবাইল মেসেজের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে ঘরে বসে এই আবেদন করা যাবে। আবেদনের পর খাতা দেখে যদি ফল সংশোধিত হয় তাহলে সংশোধিত ফলাফলও অনলাইনের মাধ্যমে জানা যাবে।
উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদনের তারিখ
এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে কোন পরীক্ষার্থী কোন বিষয় বা পত্রের প্রাপ্ত নম্বর ও গ্রেড পয়েন্টে অসন্তুষ্ট হলে, ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে।
দেশের ৯ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড, এসএসসি সমমান ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সময়সূচি প্রকাশ করেছে।
ঢাকা বোর্ড সহ সকল বোর্ডে একই সাথে পরীক্ষার উত্তরপত্রের ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হচ্ছে।
এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে ১১ জুলাই থেকে। বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন গ্রহণ করা হবে ১৭ জুলাই ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।
এবারের সকল বোর্ডের এসএসসি-দাখিল ও ভোকেশনাল পরীক্ষার উত্তরপত্রের ফল পুনঃমূল্যায়ন আবেদন একই সাথে শুরু হচ্ছে।
এসএসসি-দাখিল ও ভোকেশনাল ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদনের নিয়ম ও ফি
সকল বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন, নির্ধারিত ফরম্যাটের এসএমএস-এর মাধ্যমে করা যাবে।
প্রতি বিষয় ও পত্রের জন্য নির্ধারিত ফি প্রদান করে, কেবলমাত্র টেলিটক সিম যুক্ত মোবাইল থেকে এই আবেদন করতে হবে।
প্রতি পত্রের জন্য ১৫০/= (এক শত পঞ্চাশ) টাকা ফি পরিশোধ করে এক বা একাধিক বিষয়/পত্রের উত্তর পুনঃনিরীক্ষন আবেদন করা যাবে। একটি এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয় ও পত্রের আবেদন করা যাবে।
এসএসসি দাখিল ফল পুনঃনিরীক্ষণ আবেদন করার নিয়ম
নপল পুনঃনিরীক্ষণ আবেদন করতে আপনার টেলিটক সিম যুক্ত মোবাইল ফোনের মেসেজ অপশনের যান। এরপর নিচের অনুচ্ছেদের ফরম্যাটে মেসেজ টাইপ করে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
RSC<Space> Board Name (First 3 letters)<Space>Roll<Space>Subject Code লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। একাধিক Subject Code Type এর ক্ষেত্রে কমা (,) ব্যবহার করতে হবে, যেমন-101,102,103।
পরবর্তী মেসেজে ফি বাবদ টাকার হিসাব ও পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। মোবাইলে উল্লেখিত পরিমান ব্যালেন্স থাকবে হবে।
২০২৫ সালের এসএসসি-দাখিল ফল পুনঃনিরীক্ষণ আবেদন কার আগে সতর্ক হোন। ভুল তথ্য বা ফরম্যাটে আবেদন প্রেরণ করলে আবেদন বাতিল হতে পারে। তাই এবিষয়ে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন।
আরো দেখুন:
SSC Result 2025 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি ফলাফল
তথ্যসূত্র-