কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট ১০ জুলাই ২০২৫ খ্রি. তারিখ বৃহস্পতিবার দুপুর ২টার সময় প্রকাশ করা হবে।
ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার ফলাফল দেখার ও বোর্ড চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদন করার নিয়ম জানুন।
ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট 2025 (এসএসসি-দাখিল): ফলাফল দেখার নিয়ম
২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার রেজাল্ট ১০ জুলাই প্রকাশ করা হবে। এদিন দুপুর ২ ঘটিকায় সময় থেকে অনলাইন ও মোবাইল মেসেজে রেজাল্ট দেখা যাবে।
কারিগরি শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটের এক নোটিশে, এসএসসি-দাখিল সমমান ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, কারিগরি বোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএস এর মাধ্যমে ভোকেশনাল রেজাল্ট প্রকাশ করা হবে।
কারিগরি বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে, নিম্নোক্ত দুই ওয়েবসাইট থেকে ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট সংগ্রহ করতে বলা হয়েছে।
www.bteb.gov.bd
www.educationboardresults.gov.bd
কারিগরি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশের নোটিশ দেখুন।

আরো পড়ুন:
শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখুন (এসএসসি-দাখিল ফলাফল ২০২৫)
SSC Result 2025 with Marksheet: মার্কশীট (নাম্বার) সহ এসএসসি রেজাল্ট
ভোকেশনাল এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল দেখাবেন যেভাবে
ভোকেশনাল এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে ও SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে।
কারিগরি বোর্ডের ওয়েবসাইটের হোমপেজের চলমান ফলাফল অপশনে ক্লিক করে, ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট জানা যাবে।
কারিগরি বোর্ডের হোমপেজের ঠিকানা: www.bteb.gov.bd
এছাড়া অনলাইনে নিচের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীর পরীক্ষার নাম, পরীক্ষার বছর, রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট সংগ্রহ করা যাবে।
www.educationboardresults.gov.bd
মোবাইল মেসেজে ভোকেশনাল রেজাল্ট দেখতে নিচের ফরম্যাটে মেসেজ লিখে 16222 নাম্বারে পাঠাতে হবে।
SSC TEC Roll Year Send 16222.
উদাহরণ SSC TEC 123456 2025 Send 16222. রোল নাম্বার অংশে পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার লিখতে হবে।
এসএসসি-দাখিল (ভোকেশনাল) 2025 রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন
কারিগরি বোর্ড ভোকেশনালের রেজাল্ট পুনঃনিরীক্ষণ আবেদন শুরু হবে ১১ জুলাই ২০২৫ খ্রি. তারিক থেকে। প্রতিটি পত্রের জন্য ১২৫/- টাকা হারে ফি প্রযোজ্য হবে।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে FTF (Fail in Theory Final) বিষয়ে পুনঃ নিরীক্ষণের আবেদন করা যাবে।
কারিগরি বোর্ড ভোকেশনাল বোর্ড চ্যালেঞ্জ আবেদনের নিয়ম
বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং সে 1925 (পদার্থ-২) বিষয়ে পুনঃ নিরীক্ষণের আবেদন করবেন তাহলে message অপশনে RSC Tec 123456 1925 লিখে send করুন 16222 নম্বরে।
ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC Yes < Space > Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।
উল্লেখ্য, পুনঃ নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে।
যেমন পদার্থ বিজ্ঞান-২ ও ট্রেড-২ (কম্পিউটার তথ্য প্রযুক্তি) দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC Tec < Space> Roll Number 1925, 6824 লিখতে হবে।
২০২৫ সালের কারিগরি বোর্ডের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়াল করুন।
আরো দেখুন:
কারিগরি বোর্ড রেজাল্ট দেখার নিয়ম [www.bteb.gov.bd result]
BTEB Notice 2024: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ bteb.gov.bd
তথ্যসূত্র-
 

Vocational result roll number 666190
SSC সমপনি Crying ৷ রেজাল্ট