একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি ২০২৫ (সরকারি, এমপিও, নন-এমপিও)

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলেজ মাদ্রাসা ও সমমান প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর তারিখের মধ্যে ভর্তি হতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে একাদশের ক্লাস শুরু হবে।

দেশের সকল সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও নন-এমপিও কলেজের বাংলা ও ইংরেজী ভার্সনের ভর্তি ফি-এর হার সম্পর্কে জানুন।

একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি এর হার ২০২৫ (সরকারি, এমপিও, নন-এমপিও)

সরকারি-বেসরকারি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির আবেদন প্রক্রিয়া ৩০ জুলাই তারিখ থেকে শুরু হবে।

সকল পর্যায়ের ভর্তি প্রক্রিয়ার শেষে সকল পর্যায়ের নির্বাচিত ও কলেজ নিশ্চায়ন করা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি হতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় একাদশ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে। ঢাকা সহ অন্যান্য মেট্রোপলিটন শহর, জেলা শহর ও উপজেলায় অবস্থিত কলেজে সমূহের পৃথক-পৃথক ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রণালয়ের ঘোষিত ভর্তি ফি এর বাইরে একাদশের ভর্তিতে বেশী অর্থ আদায় করা যাবে না বলে, ভর্তি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, একাদশ শ্রেণির ভর্তি করা হবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে কলেজ নির্বাচন বাতিল হয়ে যাবে।

আরো জানুন:

একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন ও রেজাল্ট প্রকাশের তারিখ

সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফি কত?

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালার ৪.২ নম্বর অনুচ্ছেদে একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

এমপিভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নোক্ত হারে একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটনে অবস্থিত এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে ভর্তি ফি ৫০০০/= টাকা (বাংলা ও ইংরেজী ভার্সন)।

ঢাকা ব্যতিত অন্যান্য মেট্রোপলিটান শহরে অবস্থিত কলেজের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩০০০/= টাকা (বাংলা ও ইংরেজী ভার্সন)।

জেলা সদরে অবস্থিত কলেজের উভয় ভার্সনের কলেজে ভর্তি ফি দিতে হবে ২০০০/= টাকা।

উপজেলা বা মফস্বলে অবস্থিত সকল ভার্সনের কলেজের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০/= টাকা।

নন-এমিপও ও আংশিক এমপিও কলেজের ভর্তি ফি এর তালিকা দেখুন।

ঢাকা মেট্রোপলিটান এলাকায় অবস্থিত নন-এমপিও কলেজের বাংলা ভার্সনে ৭৫০০/= ও ইংরেজী ভার্সনে ৮৫০০/ টাকা।

ঢাকা ব্যাতিত অন্য সকল মেট্রোপলিটান শহরে বাংলা ভার্সনে ভর্তি ফি ৫০০০/=  টাকা। ইংরেজী ভার্সনের ফি ৬০০০/= টাকা।

জেলা শহরে অবস্থিত কলেজের বাংলা ভার্সনে ভর্তি ফি ৩০০০/= ও ইংরেজী ভার্সনের কলেজে ৪০০০/= টাকা ভর্তি।

উপজেলা ও মফস্বলে অবস্থিত কলেজের বাংলা ভার্সনের ফি ২৫০০/ টাকা ও ইংরেজী ভার্সনের ফি ৩০০০/= টাকা।

উল্লেখ্য, সরকারি কলেজের ভর্তি ফি সরকারি পরিপত্র অনুসারে সংগ্রহ করা যাবে। ভর্তি নীতিমালায় এ বিষয়ে সুনির্দিষ্ট করে কোন হার উল্লেখ করা হয়নি।

সরকারি বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ফি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের যুক্ত ভর্তি নীতিমালা থেকে।

একাদশ শ্রেণির ভর্তি ফি এর তালিকা ২০২৫

ভর্তি ফি এর হারের অতিরিক্ত কোন অর্থ আদায় করা যাবে না বলে ভর্তি নীতিমালায় বলা হয়েছে। এছাড়া সকল ফি রশিদ প্রদানের মাধ্যমে আদায় করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ফি এর হার সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

একাদশে ভর্তি নিশ্চয়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

“একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ফি ২০২৫ (সরকারি, এমপিও, নন-এমপিও)”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন