Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ- Technical Education Teacher MPO Notice দেখুন, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর www.techedu.gov.bd ওয়েবসাইটে।

কারিগরি শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট তথ্য জানুন নিচের অনুচ্ছেদ থেকে।

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখার নিয়ম [Techedu MPO Notice]

কারিগরি শিক্ষা অধিদপ্তর দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। অন্যান্য শিক্ষা অধিদপ্তরের মত কারিগরি অধিদপ্তর থেকে কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চেক ছাড় করা হয়। প্রতি মাসে এমপিও আদেশের দ্বারা শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা প্রাপ্ত হন।

এই প্রতিবেদনে কারিগরির এমপিও নোটিশ কোথায় প্রকাশ করা হয় এবং কিভাবে দেখা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।

এমপিও – MPO কী?

MPO এর পূর্ণরূপ হলো Monthly Pay Order (MPO)।

MPO ভুক্ত বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ প্রতিমাসে বেতন-ভাতার যে আদেশ পান তাই MPO।

লক্ষ্য করুন:  কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুযারি-২০২৪ মাসের চেক ছাড়ের বিস্তারিত খবর জানুন নিচের প্রতিবেদন থেকে।

কারিগরি শিক্ষক এমপিও কী?

কারিগরি শিক্ষক এমপিও হলো, কারিগরি শিক্ষা অধিদপ্তর এর আওতাধীন MPO ভুক্ত শিক্ষক গণের প্রতি মাসের বেতন-ভাতার দাপ্তরিক আদেশ।

আরো জানুন:

BTEB Notice: কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ www.bteb.gov.bd

কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট দেখুন: www.bteb.gov.bd result

Techedu Teacher MPO Notice কী?

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ হলো, MPO ভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও আদেশের নোটিশ।

প্রতিমাসে কারিগরি শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে Techedu MPO Notice প্রকাশিত হয়।

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ কোথায় দেখা যায়?

এমপিও ভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের  নোটিশ দেখতে কারিগরি শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইটে যেতে হবে।

  • অধিদপ্তর এর ঠিকানা www.techedu.gov.bd

আপনার মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজারের অ্যাড্রেসবারে উল্লেখিত ঠিকানাটি লিখে অধিদপ্তরের হোমপেজে যান।

এবার অধিদপ্তর এর হোমপেজে প্রথমে নিচের ছবির মত নোটিশ বোর্ড লেখা একটি অপশন দেখতে পাবেন।
techedu-mpo-notice
এখানে অধিদপ্তর কর্তৃক সম্প্রতি প্রকাশিত সকল নোটিশ দেখতে পাবেন। কারিগরি অধিদপ্তর এর সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ প্রতিদিনের সকল কার্যক্রমের তথ্য এখানে পাওয়া যাবে।

সাধারণ এখানে পাঁচটির বেশী নোটিশ দেখতে পাওয়া যায় না। অধিদপ্তর প্রকাশিত সকল নোটিশ দেখতে নোটিশ বোর্ডের নিচের ডান দিকে সকল লেখা লিংকটিতে ক্লিক করুন।

পাতাটি ওপেন হলে এখানে ক্রমানুসারে সকল নোটিশ দেখতে পাবেন।

আপনার প্রয়োজনীয় নোটিশ দেখতে ও ডাউনলোড করতে সবার ডানে Download লেখা লিংকটিতে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল অথবা কম্পিউটারে কাঙ্খিত নোটিশটি ডাউনলোড হয়ে যাবে।

অধিদপ্তর এর নোটিশ সমূহ সাধারণত পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়। তাই উক্ত নোটিশ দেখতে আপনার মোবাইল অথবা কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার এর প্রয়োজন হবে। অনলাইনে উক্ত সফটওয়ার ফ্রি পাওয়া যায়।

কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সকল খবরাখবর কোথায়, কীভাবে দেখবেন?

যদি অধিদপ্তর এর সকল খবরাখবর জানতে চান, তাহলে নোটিশ বোর্ডের নিচের দিকে খবর অংশে চোখ রাখুন।

এখানে সাম্প্রতিক কিছু খবর নিচের দিক থেকে উপরের দিক ক্রল করছে।

প্রয়োজনীয় খবরটি দেখতে পেলে সেটার উপর ক্লিক করুন।

যদি এখানে আপনার প্রয়োজনীয় খবরটি না পান তাহলে ডানে সকল লেখা লিংকটিতে ক্লিক করুন।

পাতাটি ওপেন হলে এখানে ক্রমানুসারে সকল খবর একসাথে দেখতে পাবেন।

কোন খবর দেখা বা ডাউনলোড করার প্রয়োজন হলে, উপরের নোটিশ দেখা বা ডাউনলোড করার প্রক্রিয়া সমূহ অবলম্বন করুন।

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ কখন প্রকাশিত হয়?

সাধারণত চলতি মাসের শেষ সপ্তাহে বা পরের মাসের প্রথম সপ্তাহে Techedu MPO Notice প্রকাশিত হয়।

প্রতি মাসের বেতন পরের মাসের প্রথম সপ্তাহে বা তার কিছু বেশী সময়ে পর, ব্যাংক হতে স্ব-স্ব অ্যাকাউন্টের মাধ্যমে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক গণের বেতন ভাতা তোলা যায়।

Techedu MPO Notice কোথায় ও কীভাবে দেখবেন?

কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখতে, Directorate of Technical Education (DTE) এর হোমপেজে যান।

এরপর হোমপেজের নিচের দিকে এম.পি.ও (M.P.O) সংক্রান্ত লেখা অপশনটি খুঁজে বের করুন।

অপশনটি খুঁজে পেলে নোটিশ/ফরম লেখা লিংকটিতে ক্লিক করুন। অথবা লিংকটি খুঁজে না পেলে এখানে ক্লিক করুন

পাতাটি ব্রাউজারের ভিন্ন ট্যাবে ওপেন হলে, পাতার  MPO NOTICE লেখা লিংকটি লক্ষ্য করুন।

এবার উক্ত লিংকটিতে ক্লিক করুন। পাতাটি ওপেন হলে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সকল MPO Notice ও Result ক্রমানুসারে দেখতে পাবেন।

যদি উপরের প্রক্রিয়া সম্পন্ন করতে না পারেন, তাহলে সরাসরি কারিগরি এমপিও নোটিশ দেখতে, নিচের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবার পেস্ট করে ব্রাউজ করুন।

  • লিংক: http://service.dte.gov.bd/notice_mpo_order

প্রকাশিত নোটিশ সমূহের মধ্য থেকে আপনার কাঙ্খিত নোটিশটি দেখতে ও ডাউনলোড করতে, সবার ডানের Download লেখা লিংকটিতে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যেই আপনার ব্রাউজারের ভিন্ন ট্যাবে নোটিশটি দেখা যাবে।

অত্র অধিদপ্তরে প্রকাশিত এমপিও সংক্রান্ত নোটিশ সাধারণত পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়।

তাই নোটিশ দেখতে ও ডাউনলোড করতে, আপনার মোবাইল ও কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার বা অ্যাপস এর প্রয়োজন হবে।

যদি আপনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হন, তাহলে নিচের লেখা সমূহ আপনার কাছে প্রয়োজনীয় হতে পারে-

Education Ministry Notice Board: শিক্ষা মন্ত্রণালয় নোটিশ বোর্ড

Shikkhok Batayon: শিক্ষক বাতায়ন কন্টেন্ট ডাউনলোড teachers.gov.bd

shikkhok.com: শিক্ষক ডট কম বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা

Latest NTRCA Notice: সদ্য এনটিআরসিএ নোটিশ কোথায় ও কীভাবে দেখবেন?

কারিগরি শিক্ষক এমপিও – Technical Education Teacher MPO  সম্পর্কে আরো কোন তথ্য জানার থাকলে, মন্তব্য করে আপনার সমস্যার কথা জানাতে পারেন

লেখাটি অন্যের প্রয়োজন মনে করলে, ফেসবুক ও টুইটারে শেয়ার করে সকলকে জানাতে পারেন।

তথ্যসূত্র:

কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা

BD Educator এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

“Techedu MPO Notice: কারিগরি শিক্ষক এমপিও নোটিশ দেখুন”-এ 73-টি মন্তব্য

  1. স্যার
    আমি ২য় চক্রে এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগ পাই,কিন্তু আমার সাবজেক্টটা ননএমপিও, আমি কি আবেদন করতে পারবো। নতুন ভাবে এবার যে এমপিও ভুক্ত হলো সেটাতে শুধু একটা বিষয় এমপিও ভুক্ত হয়েছে আমার বিষয়টা হয় নি তাহলে কি আমি আবেদন করতে পারবো।মহোদ্বয় জানালে খুব উপকৃত হব।

    জবাব
    • নন-এমপিও মানে কী এখনো এমপিও হয়নি, না এমপিও হবার যোগ্য নয়?
      যদি এমপিও হওয়ার যোগ্য হয়, আর প্রতিষ্ঠানের এমপিও থাকে এবং বিধি মোতাবেক সব কিছু সম্পন্ন হয়ে থাকে, তাহলে এমপিও হতে বাঁধা কোথায়?
      আপনি এ বিষয়ে তথ্য জানতে আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।

    • সাধারণ শিক্ষার কলেজের প্রভাষকের ইনডেক্স নম্বর কি কারিগরি কলেজে আবেদন করলে বহাল থাকবে?

    • সংশোধিত কারিগরি এমপিও নীতিমালা ২০২০ এর ১২ নম্বর পাতার ২৩.১ অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বিভাগীয় প্রার্থী হিসাবে সমপদে বা উচ্চপদে নিয়োগের জন্য আবেদন করতে পারবে। পূর্বের প্রতিষ্ঠান হতে ছাড়পত্র বা দায়মুক্তি সাপেক্ষে নতুন প্রতিষ্ঠানে এমপিওভুক্ত হবেন। তবে ২৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, দুই বছরের মধ্যে নতুন প্রতিষ্ঠানে যোগদান না করলে এমপিও বাতিল হবে। আরো জানতে কারিগরি এমপিও নীতিমালা পড়ুন।
      আশা করি উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ।

  2. কারিগরি শাখার এমপিও আবেদনের নিয়োম টি জানাবেন প্লিজ।

    জবাব
    • কারিগরি শিক্ষা অধিদপ্তরে এমপিও আবেদনের জন্য নির্ধারিত ফরমে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন পাঠাতে হবে। এখান থেকে এমপিও আবেদনের ফরম ডাউনলোড করে অধিদপ্তর এর নিকট প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট আবেদন ফরমে সকল কিছুর উল্লেখ আছে।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  3. মোসা: রোজিনা আক্তার,প্রভাষক, আনসার আলী মেমোরিয়াল ইন্সটিটিউট অব টেকনোলজি।
    স্যার
    আমি ২য় চক্রে বি. এম কলেজে গনিত (প্রভাষক)বিষয়ে নিয়োগ পাই,কিন্তু আমার বিষয়টি নব সৃষ্ট। তাই আবেদন করার পরও এম পি ও আসেনি।এখন আমার কি করনীয়? একটু দয়া করে জানাবেন।

    জবাব
    • কারিগরি অধিদপ্তর যে কারণে আপনার এমপিও আবেদন রিজেক্ট করেছে, সে বিষয়টি প্রতি নজর দিন।যদি নবসৃষ্ট পদটি জনবল কাঠামোর বাইরে হয়, তাহলে অপেক্ষা করুন জনবল কাঠামোর অন্তর্ভূক্ত হওয়া পর্যন্ত।
      আর এই বিষয়ে সুনিদিষ্ট পরামর্শের জন্য আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। তিনি এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  4. স্যার,সালাম নিবেন।আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএম কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের একজন প্রভাষক।আমার কলেজটি ২০১৯ সালে ২৩ অক্টোবর এমপিওভূক্ত হয়।কলেজটিতে হিসাববিজ্ঞানসহ চারটি ট্রেড চালু আছে;কিন্তু তিনটি ট্রেড এমপিওভূক্ত হলেও হিসাববিজ্ঞান ট্রেডটি এমপিও হয়নি।আমি কারিগরির ডিজিতে এমপিও ফাইল জমা দিলে ফাইলটি রিজেক্ট করে দেয় এই বলে যে,হিসাববিজ্ঞান ট্রেড এমপিও (জিও) না থাকায় আপনার এমপিও বিবেচনা করা গেল না।
    এমতাবস্থায় আমার করণীয় কী?দয়া করে জানালে খুবই উপকৃত হতাম।

    জবাব
    • হিসাব বিজ্ঞান ট্রেড যদি এমপিওভুক্ত না থাকে ,তাহলে হিসাব বিজ্ঞানের প্রভাষক হিসাবে আপনার এমপিওভুক্তি না হওয়ার কথা। এখন প্রতিষ্ঠানের কাজ হলো, হিসাব বিজ্ঞান ট্রেডকে বিধি মোতাবেক এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

    • তাহলে আপনি যা বলছেন তা কি এমন যে কর্তৃপক্ষ হিসাব বিজ্ঞান এর জায়গাই হিসাব রক্ষণ লিখে নিয়োগ পত্র প্রদান করলে জিও আদেশ অনুমদোন পেতে কোন সমস্যা বা প্রত্যাক্ষিত হবে না ।

  5. মোসা :রোজিনা আক্তার
    মন্ত্রনালয় থেকে নব সৃস্ট পদ সম্পর্কে জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, সব নব সৃস্ট পদে এমপিও দেওয়া হবে।এখন এমপিওর জন্য কি আবার আবেদন করতে হবে? আর আবেদন করতে হলে কখন করতে হবে?

    জবাব
    • যে কোন পদে এমপিও পেতে আবেদনের বিকল্প নেই। আর নবসৃষ্ট পদে এমপিও আবেদনের সময় সম্পর্কে জানতে, আপনার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এর সাথে যোগাযোগ করুন।
      প্রশ্নের জন্য ধন্যবাদ।

  6. মোসা: রোজিনা আক্তার
    মন্ত্রনালয় কতৃক জারিকৃত পরিপত্রে বলা হয়েছিল, ০১-১১-২০১৯ এর পূর্ব পর্যন্ত NTRCA কর্তৃক সুপারিশকৃত এবং যোগদানকৃত সকল নবসৃষ্ট পদে এম পি ও দেওয়া হবে।এখন এমপিওর জন্য কি নতুন করে আবেদন করতে হবে? আবেদন করতে হলে কবে থেকে করতে হবে?

    জবাব
    • হ্যাঁ, আপনার মন্তব্যের উত্তর দেওয়া পর্যন্ত লিংকটি বন্ধ পেয়েছি। তবে কিছু পরপর চেষ্টা করে দেখুন।
      ধন্যবাদ।

  7. স্যার, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএম কলেজের ব্যাংকিং বিষয়ের একজন প্রভাষক। আমার কলেজটি ২০১৯ সালে ২৩ অক্টোবর এমপিওভূক্ত হয়। কলেজটিতে ব্যাংকিং সহ পাঁচটি ট্রেড চালু আছে। কিন্তু তিনটি ট্রেড এমপিওভূক্ত হলেও ব্যাংকিং ট্রেডটি এমপিও হয়নি।
    এমতাবস্থায় আমার করণীয় কী?দয়া করে জানালে খুবই উপকৃত হতাম।

    জবাব
    • ব্যাংকিং ট্রেড কেন এমপিওভুক্ত হয় নি- তার খোঁজ-খবর নিন। আপনি এই বিষয়ে প্রতিষ্ঠান প্রধান অথবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর নিকট থেকে তথ্য ও পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

  8. Sir,সংশোধিত এম পি ও নীতিমালা ২০২০ এর জৈষ্ঠ্য প্রভাষক পদ কি কার্যকর হয়েছে । না হলে কতদিনে হবে।

    জবাব
    • কারিগরি অধিদপ্তর এর এমপিও বাছাই কমিটির ১৩তম সভায় (২৭/০১/২০২১), জৈষ্ট প্রভাষক পদে উচ্চতর স্কেল পেয়েছেন। ধন্যবাদ।

  9. স্যার, জ্যেষ্ঠ প্রভাষকের প্রজ্ঞাপনটা কীভাবে পেতে পারি জানালে উপকৃত হতাম।

    জবাব
    • সংযুক্ত প্রতিবেদনটিতে কারিগরি প্রতিষ্ঠানের সবর্শেষ এমপিও নীতিমালা ২০২০ পাবেন। নীতিমালা এখান থেকে সংগ্রহ করুন

  10. স্যার
    সালাম নিবেন। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোডের অধীনে বি এম কলেজের কম্পিউটার অপারেশন বিষয়ের একজন প্রভাষক। আমার কলেজটি ২০২০ সালের ৩০ এপ্রিল এমপিও ভক্ত হয়। কলেজ টিতে দুটি ট্রেড চালু আছে কিন্তু শুধু সেক্রেটারিয়াল সায়েন্স ট্রেডটি এমপিও ভূক্ত হয় কিন্তু কম্পিউটার ট্রেডটি এমপিও ভূক্ত হয় নাই। আমিও ডিজি তে ফাইল জমা দিলে বলে জিও না থাকায় পদের প্রাপতা নাই।
    এতে আমার করণীয় কি ? দয়া করে জানালে উপকৃত হতাম।

    জবাব
    • জিও করার চেষ্টা করুন। এমপিওভুক্ত করতে হলে এর অনুমোদন থাকতে হবে। এছাড়া অন্য কোন পথ নাই। ধন্যবাদ।

  11. স্যার,এইচ এস স (বি এম) শাখায় কম্পিউটার ও হিসাব বিজ্ঞান বিষয় দুটি বাংলা,ইংরেজীর মতোই ২০০ নম্বরের আবশ্যিক বিষয় হিসাবে সিলেবাসের অন্তর্ভূক্ত।অধিকন্ত কম্পিউটার বিষয়ে আবশ্যিক-২০০ নম্বর+(নৈর্বাচনিক -২০০নম্বর অথবা ঐচ্ছিক-২০০ নম্বর+বাস্তব প্রশিক্ষণ-২০০নম্বর)মোট-৬০০নম্বর।আবার হিসাব বিজ্ঞান বিষয়ে আবশ্যিক-২০০ নম্বর+(নৈর্বাচনিক -২০০নম্বর অথবা ঐচ্ছিক-২০০ নম্বর+বাস্তব প্রশিক্ষণ-২০০নম্বর)মোট-৬০০নম্বর।তাহলে কোনো শিক্ষার্থী কম্পিউটার আবশ্যিক বিষয়ে বা হিসাব বিজ্ঞান আবশ্যিক বিষয়ে ফেল করলে সে কিন্তু ফেল।অন্যদিকে বাংলা-আবশ্যিক-২০০ নম্বর ,ইংরেজী আবশ্যিক-২০০ নম্বর,গণিত আবশ্যিক(ব্যবসায় গণিত-৫০+ওপরিসংখ্যান-৫০)=১০০ নম্বর সিলবাসভূক্ত। আমার প্রশ্ন প্রতিষ্ঠান এমপিও হলে কেনো কম্পিউটার এবং হিসাব বিজ্ঞান প্রভাষক পদ(১ম পদ) এমপিও ভূক্তির জন্য ট্রেড/স্পেশালাইজেশন জিও প্রয়োজন? এমপি ও প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষার্থী ভতি,পরীক্ষার্থীএবং ফলাফল সমস্ত দায় ট্রেড শিক্ষকের কেন? এবৈষম্য কেন? এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে ট্রেড জিও -র নামে শতশত কম্পিউটার ও হিসাব বিজ্ঞান প্রভাষক মণ্ত্রণালয়ের(কারিগরি শাখার) এ হীন সিদ্ধান্তের কারনে এবং নিয়মের গ্যাঁড়াকলে আজ এমপিও বঞ্চিত, যা পুরোটাই অমানবিক , অগ্রহনযোগ্য।তাছাড়া প্রত্যেক প্রতিষ্ঠানে কম্পিউটার ট্রেড আছে তার সাথে এক বা একাধিক ট্রেড সংযুক্ত। সুতরাং এ ব্যপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনপূর্বক ,আপনাদের/আমাদের করণীয় কী? জানালে বাধিত হবো।

    জবাব
    • এমন অনেক বৈষম্য কারিগরি শিক্ষা ব্যবস্থায় বর্তমান। আপনার মতে প্রতি সহমত জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্ট কামনা করছি। ধন্যবাদ।

  12. Sir assalamualaikum. Sir karigari /vocational ar kono school a kono karon a bondho hoya gala thader ki onno karigari school a somonnoy korar sujok asa, janaban please.

    জবাব
    • এবিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। কোন বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে, অন্য প্রতিষ্ঠানে তার শিক্ষক-কর্মচারীদের যুক্ত করার সিস্টেম এখন পর্যন্ত চালু হওয়ার কথা শোনা যায় নি। ধন্যবাদ।

  13. স্যার,কয়েক মাস আগে জৈষ্ঠ্যপ্রভাষকের নামসহ সংখ্যা ও এম পি ও প্রকাশ করতেন এখন সেই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেন না কে ন? এবং যাদের এ সংক্রান্ত ফাইল ডকেট হয়েছে তাদের ফাইল সম্পকের্ জানতে চাই।

    জবাব
    • আমরা কেবল কারিগরি অধিদপ্তরে প্রকাশিত তথ্যই প্রকাশ করতে পারি। এর বেশী তথ্য দেওয়া সম্ভব নয়। ধন্যবাদ।

  14. আসসালামু আলাইকুম, আমি জৈষ্ঠ্য প্রভাষক পদে উচ্চতর স্কেল প্রাপ্তির জন্য ফাইল প্রস্তুত করেছি ৩০/০৩/২০২১ এখন পর্যন্ত কারিগরি অধিদপ্তরেরকোভিড১৯ সমস্যার জন্য জমা করতে পারি নাই। প্রশ্ন হলো ফাইল প্রস্তুত করার পর থেকে জমা দানের কোন সময় নির্ধারন করা থাকে কি?

    জবাব
    • এই বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। আপনি এই বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে তথ্য জানতে পারেন। ধন্যবাদ।

  15. Sir
    Salam niben ,sir 16 bochora time scale pabonaki ?

    জবাব
    • আপনি সংশোধিত কারিগরি ও মাদ্রাসা এমপিও নীতিমালা ভালোভাবে পড়ে দেখুন। সেখানে সব কিছু স্পষ্ট করে বলা আছে। ধন্যবাদ।

  16. what’s the news about time scale sir (10 years)? Please inform me . After a longtime, I have been hanging for time scale . Thank you sir .

    জবাব
    • এই বিষয়ে আমাদের কাছে নতুন কোন তথ্য নেই। এবিষয়ে সিদ্ধান্ত হলে জানতে পারবেন। ধন্যবাদ।

  17. স্যার,2019 সালের 23 অক্টোবর আমার প্রতিষ্ঠানে কষ্ম্পিউটার অপারেশন ও সেক্রেটারিয়েল সায়েন্স দু’টি ট্রেডের মধ্যে সেক্রেটারিয়েল সায়েন্স ট্রেডটি এমপিও ভূক্ত হয়। আমার প্রশ্ন কম্পিউটার প্রদশ’ক ও
    কম্পিউটার ল্যবএসিস্টেন্ট পদ দু’টি এমপিও পাবে নাকি কম্পিউটার অপারেশন ট্রেডটি জিও হলে পাবে? যদি পায় তবে কেন /কিভাবে?

    জবাব
    • কারিগরি অধিদপ্তরের এমপিও সম্পর্কে উত্তর দেওয়া একটু কঠিন। তবে আপনি এমপিও নীতিমালা পড়ে দেখতে পারেন। আর উপজেলা/জেলা শিক্ষা অফিসার এর নিকট থেকে বিষয়টি সম্পর্কে পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।

  18. স্যার,আমার এস এস সি (ভোকেশনাল)প্রতিষ্ঠানে তিনটি ট্রেড (ড্রেস মেকিং,কম্পিউটার,জেনারেল ইলেক্ট্রিক্যাল) 2004 সালে MPO ভূক্ত এবং এইচ এস সি(বি এম) 2019 সালে MPO ভূক্ত। আমি 2004 সালে ভোকেশনাল শাখায় বিজ্ঞান ল্যাব এসিস্টেনট পদে নিয়োগ পাই এবং যোগদান করি । এখনও MPO পাইনি।এ পদে MPO হবে কি?

    জবাব
    • নতুন এমপিও নীতিমালা অনুসারে পদটি জনবল কাঠামোর মধ্যে পড়লে বেতন হবে আর না পড়লে জনবল কাঠামোতে অন্তভূক্ত হওয়া পর্য্ন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।

  19. স্যার ,এই এমপিও (10 oct -31oct) আবেদনে HSC(BM) এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে নন এমপিও ট্রেড/স্পেশালাইজেশন এমপিও ভূক্তির জন্য আবেদন করা যাবে কী? নানাজনের নানা মত।আপনারা কি বলেন ?এমপিও নিদে’শিকা ভলোভাবে বুঝতে পারছিনা
    জানালে বাধিত হবো।

    জবাব
    • আমাদের কাছে এ বিষয়ের নিশ্চিত কোন তথ্য নেই।

  20. স্যার, ৫০% জৈষ্ঠ্য প্রভাষকের স্কেল দেয়া শুরু হয়েছে কি না, শুরু করলে কিভাবে দেয়া হচ্ছে দয়া করে জানাবেন।

    জবাব
    • কারিগরিতে এবারে জৈষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির খবর পাওয়া গেছে। এটা নিশ্চিত হতে জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  21. কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ রয়েছে।বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপবৃত্তি প্রকল্পের অধীনে এইচএসসি ( বিএম) কে বাদ দেয়া হয়েছে। এখন গ্রামের কলেজগুলো বিপদে পড়েছে।কারন উপবৃত্তি ছাড়া গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তি হচ্ছে না। এমতাবস্থায় আপনাদের সহযোগিতাও পরামর্শ চাই। ধন্যবাদ।

    জবাব
    • মতামতের জন্য ধন্যবাদ। আশা করি শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি ভেবে দেখবে। ধন্যবাদ।

  22. আমি ntrca সর্বশেষ নিয়োগ প্রকৃয়ায় বিএম শাখার হিসাব বিজ্ঞান বিষয়ে নিয়োগ প্রাপ্ত হয় কিন্তু আমার উক্ত বিষয়টি নন এমপিও এবং জিও অনুমোদন হয় না । কর্তৃপক্ষ আমাকে বলেন তার জিও জন্য আবেদন করেছেন । কিন্তু এখন ও এর কোন সুরাহা হয়নি। আমি আপনার মাধ্যমে একটা বিষয় জাননে চাই হিসাব বিজ্ঞান বিষয়ে বিএম কোন অনুমোদন নাই আছে হিসাব রক্ষণ যার কারনে কি জিও অনুমোদন হতে সমস্যা হচ্ছে। ইংরাজি শব্দ ব্যবহার করলে দুটি একই অর্থ প্রকাশ পাই বিষয়টির মতা মত এবং কি করলে সমাধান পাওয়া যাবে জানিতে চাই।

    জবাব
    • আসলে বিষয়গুলো জটিল। প্রতিষ্ঠান প্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষ বিষয়টির সমাধান করতে পারেন। আপনি কারিগরি অধিদপ্তরে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।

  23. স্যার
    আমার জেষ্ঠ্য প্রভাষকের ফাইল (কারিগরি)
    অধিদপ্তরে ০৩/০৩/২০২১তারিখে ডকেট হয়েছে। এখন পর্যন্ত কোন খবর পাচ্ছি না। দয়া করে বিস্তারিত জানাবেন।

    জবাব
  24. আসসালামু আলাইকুম, আমি জৈষ্ঠ্য প্রভাষক পদে পদোন্নতির জন্য ২৩/০৮/২০২১ কারিগরি অধিদপ্তরে আবেদন জমা দিয়ে ডকেট করেছি। এ বিষয়ে বিস্তারিত জানাবেন, স্যার।

    জবাব
    • আসসালামু আলাইকুম, আমি জৈষ্ঠ্য প্রভাষক পদে পদোন্নতির জন্য ২৩/০৮/২০২১ কারিগরি অধিদপ্তরে আবেদন জমা দিয়ে ডকেট করেছি। এ বিষয়ে বিস্তারিত জানাবেন, স্যার।

  25. ৩য় গনবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের এম পিও আবেদনেরপর এমপিওভুক্ত হতে সর্বনিম্ন কতদিন সময় লাগবে?

    জবাব
    • আসলে ১ মাস পরপর এমপিওভুক্তি হয়। আপনি সঠিক সময়ে কাগজপত্র জমা দিলে এবং সেগুলো বিভিন্ন পর্যায়ে নিষ্পত্তি হলে পরবর্তী এমপিও’তে এমপিওভুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

  26. এনটিআরসিএ মাধ্যমে তৃতীয় চক্রে নিয়োগ।বিএম কলেজ। প্রভাষক গনিত।পাচ মাস হলো নিয়োগ।মার্চ মাসের ৯ তারিখ ডিজিতে জমা।এখনো এমপিও ছাড়লো না।স্যার আমার এমপিও হতে আর কতো দিন দেরি হবে।মানবেতর জীবন যাপন করছি।বাসা থেকে কলেজের দূরত্ব ২০০ কিলো।

    জবাব
    • পদটি এমপিওভুক্ত হলে আর সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করলে এতদিন লাগার কথা নয়। আপনি ইএমআইএস ড্যাশবোর্ডে লগিন করে আপনার আবেদনের অবস্থা জানতে পারেন।

  27. স্যার আমার কলেজ কারিগরি। ইঅইএমএস সেল তো নাই।কোন ঠিকানায় ডুকলে আমার ফাইলের অবস্থা জানতে পারবো।বিএম কলেজ।এমপিও বিষয় জানতে পারবো।চার মাস জমা দিয়েছি।ntrca তৃতীয় নিয়োগ চক্রে একজনেরও এমপিও দেয়নি।এদিকে জেনারেল স্কুল কলেজ ও মাদ্রাসা সবারই এপিও হয়েগেছে।স্যার খুব কসটে দিন পার হচ্ছে। স্যার দয়া করে যদি উপায় বলতেন।

    জবাব
    • জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে দেখতে পারেন।

  28. আসসালামু আলাইকুম আমি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বি এম প্রতিষ্ঠানের একজন হিসাববিজ্ঞান প্রভাষক আমার প্রতিষ্ঠান 6. 7 .2022 ইং তারিখে কম্পিউটার অপারেশন ট্রেড নিয়ে এমপিও হয় আমার নিয়োগ করলেন সময় 28 জানুয়ারি ২০১৫ এমতাবস্থায় ডিজিতে কাগজপত্র পাঠালে এমপিও পাব কিনা দয়া করে জানাবেন

    জবাব
    • বিধি মোতাবেক নিয়োগ হলে এমপিও পাওয়া যেতে পারে। তবে তার আগে একটু যোগাযোগ করে দেখুন।

  29. technical and businness management coollege
    post ; assistant teacher [physical teacher] new create post none m p o
    anybody has been mpo……?

    জবাব
  30. আমি ভোকেশনাল স্কুলের শিক্ষক। আমি কিভাবে মুক্তপাঠে যুক্ত হব। জানাবেন প্লিজ।

    জবাব
    • আপনার পিডিএস বা ইনডেক্স নম্বর থাকলে আপনি কোর্সগুলো করতে পারবেন।

  31. মহা-পরিচালক,
    স্যার আমি (বিএম)শাখার একজন কম্পিউটার ল্যাব-অ্যাসিটেন্ট আমার যোগদান ০১/০১/২০০১ সাল বতমানে ১৬ বছরের উচ্চতর স্কেল পাচ্ছিনা কেন ? বতমানে একই পদে বেতন স্কেল বৈষম্য কেন ? এতে আমরা লাঞ্চিত | স্যার দয়া করে আপনি উত্তর দিবেন কি ?

    জবাব
  32. অামাদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি জন্য অাবেদন করা হয়েছে। অামি ২০১৬ সালে শিক্ষক নিয়োগ হয়েছি। যদি এমপিও ভুক্ত হয় তাহলে অামি কি এমপিও ভুক্ত হবো?

    জবাব
    • বিধিসম্মত ভাবে নিয়োগ হলে এমপিও পাবেন।

  33. স্যার আমাদের এলাকায় এক দাখিল ভোকেশনাল শাখায় রেফিজারেশন ও ফুড এ ২ জন ল্যাব সহকারি লাগবে সে ক্ষেত্রে কি আমি বিএম শাখার ছাত্র হয়ে কি আবেদন করতে পারব কি স্যার নাকি সংশ্লিষ্ট ট্রেড লাগবে তবে নিয়োগ বিগপ্তিতে সংশ্লিষ্ট ট্রেড / বি এম শাখা পাশ চেয়েছে আরেকটা বিষয় জানার সিল স্যার বি এম শাখা হতে নিয়োগ দিলে পরিবর্তী সময়ে এমপিও হয় না

    জবাব
    • সংশ্লিষ্ট পদের যোগ্যতা এমপিও নীতিমালায় উল্লেখ করা আছে। আপনি কারিগরির এমপিও নীতিমালায় পদটির নির্ধারিত যোগ্যতা সম্পর্কে জানুন।

  34. আমি হিসাবরক্ষণ ট্রেডের হিসাবরক্ষণ বিষয়ের গত ০৬/০৭/২০২২তারিখে এমপিও ভুক্ত হয়।কিন্তু গত ২০/৭/২০২৩ ইং তারিখে আমার এমপিও ভুক্তি হয় কিন্তু এরিয়ার দেয়নি এ ক্ষেত্রে আমার করণীয় কি, যদিও প্রতিষ্ঠান এমপিও সময় হতে এমপিও দেওয়ার প্রজ্ঞাপন আছে।

    জবাব
    • এটা কি শুধু আপনার ক্ষেত্রে হয়েছে?

  35. ৪র্থ গণ বিজ্ঞপ্তির এমপিও আবেদন কত তারিখের মধ্যে করতে হবে?

    জবাব
  36. চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যেসকল শিক্ষক নিয়োগ পেয়েছেন তারা কত দিন পর এমপিও ভুক্ত হতে পারেন। দয়া করে জানাবেন । প্লিজ!

    জবাব
    • এমপিও আবেদন সঠিক সময়ে করা হলে এমপিও পেতে সমস্যা হওয়ার কথা না। প্রায় প্রতি মাসে কমবেশী এমপিও হয়।

  37. চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যেসকল শিক্ষক নিয়োগ পেয়েছেন তারা কত দিন পর এমপিও ভুক্ত হতে পারেন। দয়া করে জানাবেন । প্লিজ!

    জবাব

মন্তব্য করুন